সিচুয়ান প্রদেশের ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। সেখানে পরিস্থিতি এখনও বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে।
Published : 08 Feb 2025, 09:14 PM
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ভূমিধসের ঘটনায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে প্রদেশটির ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি এখনও বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে।
সিসিটিভি বলেছে, “ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে। প্রায় ২০০ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে।”
ঘটনাস্থলে থাকা একজন উদ্ধারকারীর বরাত দিয়ে সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, ভূমিধস এখনও ‘অব্যাহত’ আছে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
একজন গ্রামবাসী বেইজিং নিউজকে জানান, ভূতত্ত্ববিদরা গত বছর এলাকাটি পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু গত কয়েক মাস ধরে এখানে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করেছিল।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিখোঁজদের সন্ধানে সব ধরনের প্রচেষ্টা চালানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর ২০০ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
চীনের প্রধানমন্ত্রী লে ছিয়াং কাছাকাছি এলাকাগুলোতে ভূতাত্ত্বিক কোনো বিপদের ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।