প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা ভূমিকম্পে মিয়ানমারেই অন্তত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
Published : 28 Mar 2025, 04:00 PM
ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নড়ে ওঠা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর তীব্রতা এত বেশি ছিল যে শহরটি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অনেক ভবনও কেঁপে উঠেছিল; আতঙ্কে সেখানকার হাজার হাজার বাসিন্দা তখন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের কারণে ব্যাংকক স্টক এক্সচেঞ্জের লেনদেনও স্থগিত হয়ে যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর শক্তিশালী একটি পরাঘাতও অনুভূত হয়েছে।
ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে।
মিয়ানমার দমকল বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “আমরা অনুসন্ধান শুরু করেছি এবং হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে ইয়াংগনের আশপাশ ঘুরে দেখছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা মান্দালয়ের অনেকের পোস্টে ধসে পড়া ভবন ও রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে। এসব পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
শহরটিতে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “সবকিছু কাঁপতে শুরু করলে আমরা সবাই ঘর থেকে বেরিয়ে আসি। চোখের সামনে পাঁচ তলা ভবন ধসে পড়তে দেখেছি। আমার শহরের সবাই রাস্তায় নেমে এসেছে এবং কেউ ভবনের ভেতরে ফিরে যেতে সাহস পাচ্ছে না।”
তেট নাইং উ নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, ধসে পড়ে একটি চায়ের দোকানের ভেতর কয়েকজন আটকা পড়েছেন।
“আমরা ভেতরে যেতে পারছি না। পরিস্থিতি খুবই খারাপ,” বলেছেন তিনি।
ভূমিকম্পে মান্দালয়ের একটি মসজিদও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অন্য এক প্রত্যক্ষদর্শী।
মিয়ানমারে একটি মসজিদ আংশিক ধসে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছে বলে দুই প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন। তবে এই মসজিদ মান্দালয়েরটাই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা ভূমিকম্পে মিয়ানমারেই অন্তত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
কম্পন মিয়ানমার সীমান্ত লাগোয়া চীনের দক্ষিণপশ্চিমের প্রদেশ ইউনানেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগনের অনেকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ভূমিকম্পের মধ্যে অনেকেই দৌড়ে ভবনের বাইরে চলে আসে।
ব্যাংককের লোকজনও আতঙ্কে রাস্তায় নেমে আসে বলে জানান সেখানকার প্রত্যক্ষদর্শীরা। হোটেলে থাকা অনেকে গোসলের পোশাক ও সুইমিংয়ের পোশাক পরেই দৌড়ে বেরিয়ে আসেন।
ব্যাংককের কেন্দ্রে একটি অফিস টাওয়ায় অন্তত ২ মিনিট ধরে দুলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা, সেসময় দরজা-জানালা ভেঙে পড়ার তুমুল শব্দও পাওয়া গেছে।
শহরটির একটি বহুতল ভবস ধসে পড়ে অন্তত ১ জন নিহত হয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ডজনের বেশি কর্মীকে উদ্ধারও করা হয়েছে, বলেছে থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইমার্জেন্সি মেডিসিন।