হাওয়াই পর্যটন কর্তৃপক্ষ বলেছে, লাহাইনায় দাবানলের পর চলে গেছে প্রায় ৪৬ হাজার বাসিন্দা ও পর্যটক।
Published : 14 Aug 2023, 11:03 PM
দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপ ভ্রমণ না করতে পর্যটকদের আহ্বান জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
দ্য গার্ডিয়ান জানায়, দাবানলে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু ও শত শত বাড়িঘর পুড়ে গেছে। গৃহহীনদের হোটেলে রাখা হচ্ছে। হাওয়াই পর্যটন কর্তৃপক্ষ বলেছে, লাহাইনায় দাবানলের পর মাউইয়ের কাহুলাই বিমানবন্দর হয়ে চলে গেছে প্রায় ৪৬ হাজার বাসিন্দা ও পর্যটক।
গত শনিবার হাওয়াই পর্যটন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কেন্দ্রীয়, রাজ্য সরকার, পশ্চিম মাউই মিউনিটি এবং পর্যটনশিল্পের পূর্ণ মনযোগ এখন থাকতে হবে দাবানলে গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজের দিকে।
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বলেছেন, দাবানলে গৃহহীন হওয়াদের জন্য ৫০০টি হোটেলের ব্যবস্থা করা হবে। তাছাড়া উদ্ধার কার্যক্রমে চালানো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মীদের জন্য আরও ৫০০ হোটেলের ব্যবস্থা করা হবে।
ওদিকে পর্যটকদের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এয়ারবিএনবির সঙ্গে রাজ্য সরকার মূলত স্থানীয়দের জন্য ভাড়ায় থাকার ব্যবস্থা করতে কাজ করছে।
হাওয়াই এর ইতিহাসে এই দাবানলই সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। এর আগে ১৯৬০ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পরের বছর এক সুনামিতে দ্বীপপুঞ্জটির বিগ আইল্যান্ডে ৬১ জনের মৃত্যু হয়েছিল।
দাবানলে লাহাইনার দুইহাজারের বেশি ভবন পুড়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। শহর আবারও একদিন নতুন করে গড়ে উঠবে। কিন্তু স্থানীয়রা ভয়াবহ এই দুর্যোগের স্মৃতি হয়ত কোনো দিন ভুলতে পারবে না।