যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্রাজিলের এই সাবেক প্রেসিডেন্ট কমপক্ষে ১২ বছরের কারাদণ্ডের মুখোমুখি হবেন।
Published : 19 Feb 2025, 01:27 PM
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে ২০২২ এর নির্বাচনে তার পরাজয় উল্টে দেওয়ার জন্য একটি অভ্যুত্থান চক্রান্তে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার ব্রাজিলের প্রসিকিউটর জেনারেল পাউলো গোনে বোলসোনারো ও প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিং মেট জেনারেল ভাউতের ব্রাগা নেতোর বিরুদ্ধে ব্রাজিলের ৪০ বছরের পুরনো গণতন্ত্রকে উৎখাতের লক্ষ্যে একটি ‘অপরাধমূলক সংগঠন’ এর নেতৃত্ব দেওয়ার আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন।
চার্জ শিটের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই চক্রান্তের জন্য মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে বোলসোনারোর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সামরিক জেনারেল আউগুস্তো এলিয়েনো এবং সাবেক নৌবাহিনী কমান্ডার আলমিয়ের গার্নিয়ের সান্তুসও আছেন।
এই অভিযোগ পত্রে বলা হয়েছে, “ক্ষমতার একটি কর্তৃত্ববাদী প্রকল্পের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক শঙ্খলার জন্য ক্ষতিকর কাজের দায় জাইর বোলসোনারোর নেতৃত্বাধীন একটি অপরাধমূলক সংগঠনের ওপর পড়েছে।”
অভ্যুত্থানের চক্রান্তকারীদের উল্লেখ করে এতে বলা হয়েছে, “তারা সরকারের তিনটি শাখারও ওপরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিলেন। তারা যে নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা সংগঠিত করার দায়িত্বপালনের জন্য একটি কেন্দ্রীয় দপ্তরের রূপরেখাও করেছিলেন।”
বোলসোনারো প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর তার সমর্থকরা নির্বাচনকে অস্বীকার করার একটি আন্দোলন গড়ে তুলেছিল। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা নির্বাচনে জিতে ক্ষমতা গ্রহণ করার এক সপ্তাহ পর বোলসানোরোর সমর্থক ওই আন্দোলনকারীরা ২০২৩ সালের প্রথমদিকে রাজধানী ব্রাজিলিয়াজুড়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। তারা পার্লামেন্টসহ বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছিল।
ওই সময় এই আন্দোলনকারীদের অনেকে স্বীকার করেছিলেন, তারা আসন্ন বিবেচনা করা একটি সামরিক অভ্যুত্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন।
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই বামপন্থি লুলাকে হত্যা করার পরিকল্পনা করেছিল সন্দেহে গত বছর পুলিশ পাঁচজন কথিত ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করে। আইন কর্মকর্তারা জানিয়েছেন, বোলসোনারোর নেতৃত্বাধীন চক্রান্তে লুলাকে বিষ দেওয়ার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল।
এক সময়ের শ্রমিক নেতা লুলা এর আগেও দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের শেষ দিকে অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা সামান্য ব্যবধানে চরম ডানপন্থি বোলসোনারোকে পরাজিত করেন।
সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন বোলসোনারো বার বার দাবি করেছেন, তিনি কোনো আইন ভাঙেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক বিরোধীদের ‘হীন ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন তিনি।
বিচার শুরুর আগে বোলসোনারোকে গ্রেপ্তার করা হবে না বলে ধারণা বিশ্লেষকদের। অভিযোগের জবাব দেওয়ার জন্য বোলসোনারোর আইনজীবীরা দুই সপ্তাহ সময় পাবেন। এরপর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে তারা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করবেন কি না।
যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বোলসোনারো অন্তত ১২ বছরের কারাদণ্ডের মুখোমুখি হবেন।