সোমবার ইউক্রেইনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১৯০ জন নিহত হয়েছে। ইউক্রেইনের রাজধানী কিইভের একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 09 Jul 2024, 05:59 PM
ইউক্রেইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৮ জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, এ হামলা ‘রাশিয়ার নৃশংসতার ভয়াবহতাই মনে করিয়ে দেয়।” ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার করে বাইডেন রুশ হামলার এই নিন্দা করেন।
সোমবার ইউক্রেইনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১৯০ জন নিহত হয়েছে। ইউক্রেইনের রাজধানী কিইভের একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিইভের হাসপাতালে হামলার কথা রাশিয়া অস্বীকার করেছে। কিন্তু ইউক্রেইনে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন বলছে, হাসপাতালে বিস্ফোরণের পেছনে রাশিয়া জড়িত থাকার সম্ভাবনা প্রবল। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষকরাও বলছেন একই কথা।
বাইডেন মঙ্গলবার ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এমন একটি সময়ে তিনি রাশিয়ার হামলার নিন্দা জানালেন। নেটো বৈঠকে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদারের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
নেটোর ৩২ টি সদস্যরাষ্ট্রের নেতারা, তাদের অংশীদার দেশগুলো এবং ইইউ ব্লকটির ৭৫ তম বার্ষিক সম্মেলনে একত্রিত হচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এতে অংশ নিচ্ছেন।
ইউক্রেইনের রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে এই বৈঠকে প্রতিরক্ষা এবং প্রতিরোধের ওপর জোর দেওয়া হবে।
ইউক্রেইন নেটোর সদস্য নয়। তবে রাশিয়ার যুদ্ধ শেষের পর যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেইনকে নেটোর সদস্য করে নেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটি।
নেটোর বিদায়ী মহসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেইনের নেটো সদস্য হওয়া অবশ্যম্ভাবী। তবে তা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নয়।
রাশিয়া বরাবরই নেটোতে ইউক্রেইনের অন্তর্ভুক্তির বিপক্ষে মত দিয়ে এসেছে। কারণ, ইউক্রেইন নেটো সদস্য হলে এই জোদের বাহিনী রাশিয়ার নিজস্ব ভূখন্ডের অনেক কাছে এসে পড়বে বলে রাশিয়া শঙ্কিত।