চলতি বছরের মার্চে দেশ দুটি কূটনৈতিক বিরোধের অবসানঘটিয়ে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করেছে।
Published : 17 Jun 2023, 09:50 PM
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জেদ্দায় আরব সম্মেলনের আগে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন।
ঊষ্ণ সম্পর্কের মধ্যে শনিবার ফারহান ইরানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
কয়েক বছরের বৈরিতার পর ইরান এবং সৌদি আরব চীনের উদ্যোগে করা চুক্তির আওতায় কূটনৈতিক বিবাদের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করতে রাজি হয়।
ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে দূতাবাস পুনরায় চালু করে ৭ জুনে।
২০১৬ সালে ইরানের শিয়া অনুসারী ধর্মীয় নেতাকে সৌদি আরব ফাঁসি দেওয়ার জেরে তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল।
সেই ঘটনার পর এবারই প্রথম কোনও সৌদি কর্মকর্তা তেহরান সফর করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহ এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত করার কথা রয়েছে।
ইরান গোপনে কয়েকটি উপসাগরীয় আরব দেশের সঙ্গে তাদের টানাপোড়েনের সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।
ইরানের সঙ্গে সৌদি আরবের উষ্ণ সম্পর্কের ফলে ইসরায়েল অনেকটাই একা হয়ে পড়েছে। কারণ,দেশটি ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা নিয়েছে।