ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিতে যে ব্যবধান তৈরি হয়েছে, তা পূরণ করতে ইউরোপীয় নেতাদের চেষ্টার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিচ্ছেন।
Published : 25 Feb 2025, 08:49 PM
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আন্তর্জাতিক সহায়তা বাজেটে বড় ধরনের কাটছাঁট করে দেশের প্রতিরক্ষা ব্যয় ২০২৭ সালের মধ্যে জিডিপি’র অন্তত ২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতিতে যে ব্যবধান তৈরি হয়েছে, তা পূরণ করতে ইউরোপীয় নেতাদের চেষ্টার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ পদক্ষেপ নিচ্ছেন।
স্নায়ুযুদ্ধের পর থেকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় এটিই সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির যে পরিকল্পনা ছিল, তার তিন বছর আগেই তা বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিবিসি জানায়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বর্তমানে দেশের জিডিপি-র ২ দশমিক ৩ শতাংশের সমান। স্টারমারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে তা বাড়লে বছরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে অতিরিক্ত ১ হাজার ৩৪০ বিলিয়ন ডলারে।
আর প্রতিরক্ষা ব্যয় বাড়াতে গিয়ে আন্তর্জাতিক সহায়তা কমানোর ফলে বহির্বিশ্বে সহায়তা নেমে আসবে ০ দশমিক ৫ থেকে জাতীয় আয়ের ০ দশমিক ৩ শতাংশে।
সরকার এরই মধ্যে প্রতিরক্ষা ব্যয় ২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও এর কোনও সময়সীমা এখনও নির্ধারণ করেনি। তবে স্টারমার এও বলেছেন যে, আগামী পার্লামেন্টেই প্রতিরক্ষা ব্যয় ৩ শতাংশ বাড়ানোর লক্ষ্য তার আছে।