চিলিতে মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

৫৩ বছর বয়সী এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তার গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ রয়েছে।

রয়টার্স
Published : 30 March 2023, 04:38 PM
Updated : 30 March 2023, 04:38 PM

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে প্রথমবারের মতো একজনের দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তার গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ রয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

কোথা থেকে এই বার্ড ফ্লু সংক্রমণ হল তা খতিয়ে দেখার পাশাপাশি ওই রোগীর সংস্পর্শে কারা কারা এসেছেন তাও খুঁজে বের করার চেষ্টা করছে চিলি সরকার।

চিলি গত বছরের শেষ দিকে বন্যপ্রাণীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের খবর জানিয়েছিল। এরপর পোলট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিলে চিলি সরকার পোলট্রি রপ্তানি বন্ধ করে দেয়।

আর্জেন্টিনার পোলট্রি শিল্পেও বার্ড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছে। তবে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলে এখনও বার্ড ফ্লু সংক্রমণ ঘটার খবর পাওয়া যায়নি।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বার্ড ফ্লু ভাইরাস পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষে সংক্রমিত হতে পারে। তবে মানুষ থেকে মানুষে এই ভাইরাস সংক্রমণের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকে ইকুয়েডর প্রথম এক ৯ বছর বয়সী মেয়ের বার্ড ফ্লু সংক্রমণের খবর জানায়।