এ ভূমিকম্পে দেশটির প্রধান প্রধান সেতু ও মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 31 Mar 2025, 02:15 PM
মিয়ানমারের ভূমিকম্পে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে বলে দেশটির চীন দূতাবাস নিশ্চিত করেছে।
সোমবার দূতাবাসটি বলেছে, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে চীনের এক নাগরিক নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
দরিদ্র, গৃহযুদ্ধকবলিত মিয়ানমারে গত ২০ বছরের মধ্যে এত তীব্র ও প্রাণঘাতী ভূমিকম্প আর দেখা যায়নি বলে জানিয়েছেন ভূমিকম্প-বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের পার্শ্ব ঘর্ষণে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে দেশটির প্রধান প্রধান সেতু ও মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ভূমিকম্পে মিয়ানমারে ১৭০০ জনেরও বেশি এবং থাইল্যান্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়তা হিসেবে চীন মিয়ানমারে এক কোটি ৩৮ লাখ ডলার মূল্যের মানবিক ত্রাণ ও উদ্ধারকারী দুটি দল পাটিয়েছে, জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পে মিয়ানমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলেও এই প্রাকৃতিক দুর্যোগে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও রাশিয়া মিয়ানমারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় মানবিক সহায়তা পাঠিয়েছে।