দেশটির বেশ কয়েকটি অংশে আরও বৃষ্টির পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি)।
Published : 02 Sep 2024, 04:33 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন অংশে রোববার প্রবল বৃষ্টিতে সৃষ্ট হড়কা বানে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।
দেশটির বেশ কয়েকটি অংশে আরও বৃষ্টির পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) ।
এদিকে ঘূর্ণিঝড় আসনা ১২ ঘণ্টার ব্যবধানে দক্ষিণপশ্চিম দিকে আরও অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়টি এখন ওমানের রাজধানী মাস্কাট থেকে ৩৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণে আরব সাগরে অবস্থান করছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে সৃষ্ট হড়কা বানে বেলুচিস্তানের উত্তরাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে মাটির তৈরি ঘরগুলো ভেসে যাওয়ায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত একটি জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে বলেছেন, “এসব জেলার সংযোগকারী সড়কগুলো হড়কা বানে ভেসে গেছে, এতে প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”
পানিতে তলিয়ে যাওয়া একটি সড়ক ধরে যাওয়ার সময় গাড়িসহ এক দম্পতি ভেসে যায়, পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি শিশুসহ আরও তিনজনের মৃত্যুর খবর জানা গেছে।
বহু গ্রাম বন্যার পানিতে ডুবে গেলেও রাস্তাগুলো ভেঙে পড়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
কোয়েটার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র বেশ কয়েকটি জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।