ঘটনাটি ঘটেছে সেইন্ট পিটার্সবার্গ নগরীর কেন্দ্রস্থলে, এখানে একটি সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
Published : 11 May 2024, 11:05 AM
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহরের মইকা নদীতে যাত্রীবাসী বাস পড়ে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ জানিয়েছে, শুক্রবার একটি সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, এ ঘটনায় সাতজন নিহত হয়েছে।
এর আগের প্রতিবেদনগুলোতে এ ঘটনায় ছয়জন আহত হয়েছে বলে জানানো হয়েছিল। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন।
রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সেইন্ট পিটার্সবার্গ নগরীর কেন্দ্রস্থলে, এখানে ওই সেতুর কাছে বাসটি প্রায় পুরোপুরি নিমজ্জিত হয়ে যায়।
কর্তৃপক্ষের প্রকাশ করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর ওপর বাসটি ঝাঁকি খেতে খেতে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে কিছুদূর ঠেলে নেয়, এরপর বাঁক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
সেতুতে থাকা পথচারীরা নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে জরুরি বিভাগের উদ্ধারকারীরা এসে তাদের সঙ্গে যোগ দেন।
গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা নিমজ্জিত বাসটির ছাদে দাঁড়িয়ে আছেন, পাশে উদ্ধারকারী নৌকা ও সেতুর ওপর অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। পরে একটি ক্রেন দিয়ে বাসটি টেনে তোলা হয়।
যেসব পথচারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করেছিলেন নগরীর কর্মকর্তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, বাসটির চালককে আটক করা হয়েছে।
According to reports from Russian media, a passenger bus in St. Petersburg, Russia, collided with multiple cars, broke through a fence, and plunged off a bridge into a river
The tragic incident resulted in the deaths of three individuals, with four more in a state of clinical… pic.twitter.com/19K5rRVnrR
— INSIDER | POLITIC (@insider_politic) May 10, 2024