আমেরিকার রপ্তানি পণ্য পর্যাপ্ত না কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে এই মূল্য দিতে হবে বলে জানিয়েছেন যুক্তেরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
Published : 30 Oct 2024, 05:20 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে আমেরিকার রপ্তানি পণ্য পর্যাপ্ত না কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘চড়া মূল্য’ দিতে হবে।
মঙ্গলবার ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় এক সমাবেশে পারষ্পরিক বাণিজ্য আইন (ট্রাম্প রেসিপ্রোক্যাল ট্রেড অ্যাক্ট) পাস করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি আপনাদের বলছি, ইউরোপীয় ইউনিয়ন খুব সুন্দর, চমৎকার শোনায়, তাই না? ইউরোপের সব ছোট ছোট চমৎকার দেশগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়েছে।”
“তারা আমাদের গাড়ি কেনে না। তারা আমাদের কৃষিপণ্য কেনে না। উলটে তারা যুক্তরাষ্ট্রে লাখ লাখ গাড়ি বিক্রি করে। না, না, না, তাদেরকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।” এবারের নির্বাচনে ট্রাম্প অঙ্গীকার করেছেন, সব দেশ থেকে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ এবং চীন থেকে পণ্য আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।
অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বিঘ্নিত হবে। শুল্ক আরোপ হওয়া দেশগুলোও পাল্টা প্রতিশোধ নিতে তৎপর হতে পারে। এতে পণ্যের দাম বেড়ে যেতে পারে।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে আতঙ্কিত করে দিয়ে তিনি বলেন, নিজের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দেওয়া উচিত তাইওয়ানের, তারা আমেরিকার সেমিকন্ডাক্টরের ব্যবসা নিয়ে গেছে।
চীনের দাবি করা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আইনত দ্বীপটিকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে আইনত বাধ্য যুক্তরাষ্ট্র।
ওদিকে ডেমোক্র্যাট কমলা হ্যারিস মঙ্গলবার ওয়াশিংটনে তার বৃহত্তম সমাবেশে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প অবাধ ক্ষমতা চাইছেন।
৫ নভেম্বরের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে তার প্রচার শিবিরের সমাপনী যুক্তিতর্কের সময় কমলা হ্যারিস বলেন, “তিনি এমন একজন ব্যক্তি যিনি অস্থির, প্রতিশোধ পরায়ণ।”