পাকিস্তানে ৪ পোলিও কর্মীকে হত্যা করেছে জঙ্গিরা

পাকিস্তানের তিন নারী পোলিওকর্মী ও তাদের গাড়ি চালককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:00 PM
Updated : 26 Nov 2014, 01:00 PM

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কোয়েটার পুলিশ কর্মকর্তা আসাদ রাজা জানান, ওই পোলিও কর্মীরা পুলিশি নিরাপত্তা নেয়ার জন্য রওনা হয়েছিলেন। পথেই তাদের ওপর হামলা হয়।

“মোটরসাইকেলে করে দুই ব্যক্তি পোলিও কর্মীদের বহনকরী গাড়িটি অনুসরণ করছিল। এক পর্যায়ে তারা পিস্তল দিয়ে গাড়ির যাত্রীদের গুলি করে।”

তালেবান জঙ্গিরা পাকিস্তানের পোলিও কর্মীদের ওপর প্রায়ই হামলা চালায়। তালেবানদের সন্দেহ, পোলিও টিকাদান কর্যক্রমের আড়ালে পশ্চিমা গোয়েন্দারা পাকিস্তানে অনুসন্ধান চালায়।

এবছর পাকিস্তানে ২৬৫টি শিশু পোলিও আক্রান্ত হয়েছে। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। পোলিও আক্রান্ত শিশু মারা যায় অথবা আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়।

বিশ্ব পোলিওমুক্ত হলেও পাকিস্তান, নাইজেরিয়া ও আফগানিস্তানে এ রোগের প্রকোপ রয়েছে।
পাকিস্তানের কারণে বিশ্বে আবারো পলিও ভাইরাস ছড়িয়ে পাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ পর্ষদ।

গত মাসে সংগঠনটি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখানো হয়, এরই মধ্যে পাকিস্তান থেকেসিরিয়া, চীন, ইসরায়েল ও মিশরে পোলিও ছড়িয়েছে।