বিবিসি জানায়, প্রায় আড়াই বছর আগে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এই প্রথম চীনের মূলভূখণ্ডের বাইরে কোথাও সফরে গেলেন শি। সেখানে তিনি বলেন, হংকংকে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। নগরীটি ‘ছাই থেকে উঠে এসেছে’।
চীনের অংশ হলেও হংকং স্বায়ত্তশাসিত অঞ্চল। হংকংয়ের বেলায় চীন ‘এক দেশ দুই নীতি’ অনুসরণ করে। কিন্তু সম্প্রতি হংকংয়ের উপর নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে চীন। বিশেষ করে ২০১৯-২০ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থিদের আন্দোলনের পর।
বিবিসি জানায়, একটি উচ্চগতির ট্রেনে করে বৃহস্পতিবার চীন থেকে হংকংয়ে গেছেন শি। হংকংয়ে পৌঁছানোর পর স্টেশনে লোকজন তাকে ফুল হাতে এবং চীন ও হংকংয়ের পতাকা নেড়ে শুভেচ্ছা জানিয়েছে।
হংকংয়ের বর্তমান নির্বাহী ক্যারি লাম এবং তার নির্বাচিত উত্তরসূরি জন লি স্টেশনে প্রেসিডেন্ট শি কে স্বাগত জানান। শুক্রবার জন লি’র শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের পর ওইদিনই শি চীন ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।