মার্কিন ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের’ নিন্দা বাইডেনের
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 10:50 AM BdST Updated: 18 May 2022 11:25 AM BdST
-
-
ছবি: নিউ ইয়র্ক টাইমস।
-
ছবি: নিউ ইয়র্ক টাইমস।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের নিন্দা করেছেন, পাশাপাশি বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর জন্য গণমাধ্যম, ইন্টারনেট ও রাজনীতিরও সমালোচনা করেছেন।
নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোতে এক বর্ণবাদী হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর পর বাইডেন এ প্রতিক্রিয়া জানান।
বাফেলোর যে সুপারমার্কেটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার কাছে একটি গাছের নিচে স্থাপিত স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানান বাইডেন, তার স্ত্রী জিল ও নিউ ইয়র্কের রাজনৈতিক নেতারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাইডেন বলেন, “এখানে যা ঘটেছে তা সরাসরি সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।”

ছবি: নিউ ইয়র্ক টাইমস।
কর্তৃপক্ষ জানিয়েছে, সে ‘জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার’ বশবর্তী হয়ে টপস ফ্রেন্ডলি মার্কেটে ১৩ জনকে গুলি করে যাদের অধিকাংশেই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় গেনড্রনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। বিনাজামিনে তাকে কারাগারে পাঠানো হয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও প্রথম যারা হামলাকারীকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর দেওয়া বক্তৃতায় বাইডেন বলেন, “শ্বেতাঙ্গ আধিপত্যবাদ একটি বিষ। এটি একটি বিষ, যা সত্যিই আমাদের মনোদৈহিক রাজনীতিতে প্রবাহিত হচ্ছে। আমাদের পরিষ্কার ও যতটা সম্ভব জোরালোভাবে বলা দরকার যে আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যের মতাদর্শের কোনো স্থান নেই।”
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও বাইডেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের সহিংসতাকে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করা অন্যতম বৃহত্তম সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। ২০২০ সালে দেশটিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রচার-প্রপাগান্ডা চরমে উঠেছিল।

ছবি: নিউ ইয়র্ক টাইমস।
বাইডেন এই প্রতিস্থাপন তত্ত্বকেও আক্রমণ করে কথা বলেছেন, তবে নির্দিষ্ট কাউকে দায়ী করেননি তিনি।
তিনি বলেন, “আমেরিকাকে যারা ভালোবাসার ভান করেন তারা ঘৃণা ও ভয়কে খুব বেশি অক্সিজেন যোগাচ্ছেন। সব জাতির, সব ব্যাকগ্রাউন্ডের লোকদের আমেরিকার সংখ্যাগরিষ্ঠ হিসেবে কথা বলার এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে প্রত্যাখ্যান করার এখনই সময়।”
আরও পড়ুন:
বাফেলোর হত্যাযজ্ঞের পেছনেও সেই ‘বর্ণবাদী বিশ্বাস’
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১০
টেক্সাসে হামলা: শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদই কারণ?
-
প্রধানমন্ত্রিত্বে শেষ ধাক্কা? দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী খোয়ালেন জনসন
-
মারিউপোলে দুই বিদেশি জাহাজ জব্দ করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
-
খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা জারি
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
প্রধানমন্ত্রিত্বে শেষ ধাক্কা? দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী খোয়ালেন জনসন
-
মারিউপোলে দুই বিদেশি জাহাজ জব্দ করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন