স্কুলছাত্রীদের বিষপ্রয়োগ: বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইরান

গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধানের ভিত্তিতে ৫ প্রদেশে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 02:44 PM
Updated : 7 March 2023, 02:44 PM

ইরানে গত কয়েক মাস ধরে স্কুলে পড়ুয়া মেয়েদের বিষপ্রয়োগের ঘটনায় এই প্রথম বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মীরাহমাদি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, “গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধানের ভিত্তিতে পাঁচটি প্রদেশে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংস্থাগুলো পূর্ণ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি। তবে গ্রেপ্তার হওয়াদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মীরাহমাদি।

গতবছর নভেম্বর থেকে মূলত রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম নগরীতেই স্কুলে পড়ুয়া শত শত মেয়ে বিষাক বিষপ্রয়োগের শিকার হয়েছে। কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

একের পর এক সন্দেহজনক বিষপ্রয়োগ এবং স্কুলছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিক্ষোভ দেখিয়েছে উদ্বিগ্ন অভিভাবকরা।

গত শনিবারও ইরানের ৩১টি প্রদেশের ১০টির ৩০টির বেশি স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর মেলে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়,মঙ্গলবার আরও মেয়েকে তাদের স্কুল থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তেহরানে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভও চলছে। স্কুলছাত্রীদের সুরক্ষায় চিকিৎসা সংগঠনগুলো কর্তৃপক্ষকে আরও বেশিকিছু করার আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় কিছু সন্দেহজনক নমুনা পেয়েছে এবং সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছে।

পার্লামেন্টের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সদস্য মোহাম্মদ-হাসান আসাফারি সোমবার   আইএসএনএ বার্তা সংস্থাকে বলেছেন, কোন ধরনের বিষ প্রয়োগ হয়েছে এবং এর পেছনের কারণ খুঁজে বের করতে নানারকম পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ব্যবহৃত বিষের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

বিষপ্রয়োগের এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সোমবারেই প্রথম প্রকাশ্যে কথা বলেছেন। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে বলে জানান তিনি।