ইউক্রেইনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ইউক্রেইন বৈঠকে কোনও প্রতিনিধিদলও পাঠাবে না বলে জানিয়েছে এক সরকারি সূত্র।
Published : 17 Feb 2025, 12:12 AM
ইউক্রেইনে তিন বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে কয়েকদিনের মধ্যে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। কিন্তু এতে অংশ নেবেন না ইউক্রেইনের কর্মকর্তারা।
এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। ওই সূত্র বিবিসি-কে জানিয়েছে, ইউক্রেইনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ইউক্রেইন বৈঠকে কোনও প্রতিনিধিদলও পাঠাবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং স্টিফ উইটকফ সৌদি আরবে বৈঠক করতে যাবেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট বারবারই সতর্ক করে বলে এসেছেন, তার দেশের ভূমিকা ছাড়া হওয়া কোনও চুক্তি তিনি গ্রহণ করবেন না। তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শান্তি চেষ্টায় ইউক্রেইন এবং ইউরোপকে অন্তর্ভুক্ত না করার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালটজ।
ফক্স নিউজে এক সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, “ইউক্রেইন আলোচনার অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প এ সপ্তাহে ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। আমি মনে করি না এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে। দিনশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বেই আমরা এই যুদ্ধের শেষ দেখতে পাব।”
কিন্তু সৌদি আরবে আয়োজিত রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকে ইউক্রেইনকে বৈঠকে নেওয়া হয়নি কেন, তা জানতে চাওয়া হলে ওয়ালটজ এর সরাসরি কোনও জবাব দেননি। বরং তিনি বলেন, “ইউক্রেইনের জনগণ সাহসের সঙ্গে লড়াই করেছে। তারা তাদের এ লড়াইয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সমর্থন পেয়েছে।”
ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সৌদি আরবে আয়োজিত বৈঠকের বিষয়ে বলেছেন, “একটি বৈঠকেই ইউক্রেইন যুদ্ধ সমাধান হয়ে যাবে না।” তিনি আরও বলেন, “ইউক্রেইন, রাশিয়া এবং তৃতীয়পক্ষের মধ্যে মধ্যস্থতা করার মতো কোনও আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া এখনও নির্ধারণ করা হয়নি।
“এ মুহুর্তে যেটুকু হয়েছে, তা হল প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফোনে কথা বলেছেন। যে ফোনালাপে দুইজনই সংঘাত বন্ধে আগ্রহ দেখিয়েছেন। আমি মনে করি, এরপরের বৈঠকে আলোচনা প্রক্রিয়াটা কেমন হবে তা নির্ধারণ করা নিয়ে আলোচনা চলবে।”