দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
Published : 12 Jan 2025, 12:24 AM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্রাস করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না; ‘আগুনের ঝড়’ নতুন করে এখন দিক পরিবর্তন করছে।
রয়টার্স লিখেছে, শনিবার দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা ছয়টি দাবানলে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ১০ হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারে।
নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুনে ঘি ঢালা প্রবল সান্তা আনার বাতাস শুক্রবার রাতে খানিকটা কমে আসে। কিন্তু শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের আগুন নতুন দিকে মোড় নিচ্ছে। ফলে বাসিন্দাদের সরে যাওয়ার আরেকটি আদেশ দেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাতে রয়টার্স জানিয়েছে, প্যালেসেইডসের আগুন ব্রিটনউডস ও সানফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট বলেন, প্যালেসেইডসের আগুন পূর্বাঞ্চলের দিকে নতুন করে ছড়াচ্ছে এবং উত্তর-পূর্ব দিকে অব্যাহত রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সব থেকে ধ্বংসাত্মক এই দাবানল আশেপাশের গোটা এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাড়িঘর ও স্থাপনাগুলো থেকে ধোঁয়া উড়ছে।
গত মঙ্গলবার থেকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। দাবানল নতুন মোড় নেওয়ার আগে প্যালেসেইডস ও ইটনের আগুন নেভানোর কাজে উন্নতির খবরও এসেছিল। শুক্রবার রাতে প্যালেসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নেভানোর খবর পাওয়া যায়।
এ দুই স্থানের দাবানলই সব থেকে বেশি এলাকাজুড়ে ছড়িয়েছে। এ দুটি জায়গার আগুনে মোট ৩৫ হাজার একর বা ৫৪ বর্গমাইল এলাকা পুড়েছে।
১ লাখ ৫৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে। এছাড়া আরও ১ লাখ ৬৬ হাজার ৮০০ জন ঘরবাড়ি ছাড়ার সতর্কতার মধ্যে রয়েছে। খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে।
প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য ও কানাডা ক্যালিফোর্নিয়ার এ দুসময়ে সহযোগিতা করছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ফেলতে এবং আগুন নেভানোর কর্মী, ঘোড়া ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসের অবস্থার উন্নতি ঘটতে পারে। একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩২ কিলোমিটার বেগে বইতে পারে, যা ৩৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, “এটি ততটা দমকা নয়, ফলে ফায়ার ফাইটারদের জন্য তা আগুন নেভানোর জন্য সহায়ক হবে।”
যদিও তিনি এও বলছেন, কম আর্দ্রতা আর শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি এখনও সংকটাপূর্ণ।
আসছে মঙ্গলবার শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ। ঘন, বিষাক্ত ধোঁয়ার কারণে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে সরকারি কর্তৃপক্ষ।