উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
Published : 11 Dec 2024, 10:05 PM
গাজার উত্তরাঞ্চলে রাতভর ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বেইত লাহিয়ার একটি বাড়ির ওপরে হামলায় মারা যায়।
স্বাস্থ্য কর্মকর্তারা বেইত লাহিয়ায় বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। নিহতদের স্বজনরা স্যোশাল মিডিয়ায় নামের তালিকা দিয়েছে।
মধ্যরাতে একটি ইসরায়েলি বিমান বেইত লাহিয়ার কয়েক তলা ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় ভবনটিতে ৩০ জনের বেশি মানুষ ছিল। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, তারা কামাল আদোয়ান হাসপাতালের কাছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের নিশানা করে হামলা চালিয়েছে।
হাসপাতালের কাছের একটি বাড়ি থেকে হামলার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আজ সকাল পর্যন্ত উদ্ধারকারীরা সব নিহত ও আহতকে বের করে আনতে পারেনি।”
রাতে ওই এলাকার উত্তরাঞ্চলে আরও কয়েকটি বোমা হামলার খবর এসেছে গণমাধ্যমে।
কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে। তাদের লক্ষ্য ওই এলাকায় হামাসের পুনরায় সংগঠিত হওয়া ঠেকানো।
বুধবার সকালে গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত শরণার্থী শিবিরে আল-বায়ুমির একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।