শুক্রবার ইউক্রেইন জুড়ে রাশিয়ার হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে।
Published : 30 Dec 2023, 05:11 PM
ইউক্রেইন থেকে রাশিয়ার মূলভূখণ্ডে করা হামলায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তারা ইউক্রেইন থেকে ছোড়া আরো এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করার দাবিও করেছে।
বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশটির কয়েকটি অঞ্চলে ইউক্রেইন থেকে ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্র এবং ৩২টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
আর হামলায় ব্রিয়ানস্ক অঞ্চলে একটি শিশু এবং বেলগোরদ অঞ্চলে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
এই হামলার আগের দিন রাশিয়া ইউক্রেইন জুড়ে হামলা চালিয়ে অন্তত ৩৪ জনকে হত্যা করেছে।
ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, দুই গ্রামবাসীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এতে ২০১৪ সালে জন্ম নেওয়া একটি শিশু নিহত হয়।
আর বেলগারদে একটি বাড়িতে হামলায় এক ব্যক্তি নিহত হন বলে জানান আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। হামলায় আরো চারজন আহত হয়েছেন বলেও জানান তিনি। তাদের চিকিৎস চলছে। ওই হামলার কারণে বেলগারদ নগরীর পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
এর আগে শুক্রবার ইউক্রেইন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। যে হামলাকে যুদ্ধ শুরুর পর এক দিনে সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী বলে বর্ণনা করেছে কিইভ। হামলায় কিইভ, ওডেসা, নিপ্রো, খারকিভ এবং লভিভসহ আরো কয়েকটি অঞ্চলে অন্তত ৩৪ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে।
খারকিভ থেকে রাশিয়ার বেলগোরদ নগরীর দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।