ব্রিক্সে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে জোটের পরিসর আরও বাড়ছে। এ জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মিশর, ইথিওপিয়া, ইরান ও আরব আমিরাত আছে।
Published : 07 Jan 2025, 07:55 PM
আঞ্চলিক উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পূর্ণ সদস্য হিসাবে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে বলে এক ঘোষণায় জানিয়েছে জোটটির বর্তমান প্রেসিডেন্ট পদে থাকা দেশ ব্রাজিল।
ব্রিক্সে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে জোটটির পরিসর আরও বাড়ছে। এই জোটে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও।
বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া আগেই ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছিল। উদীয়মান অর্থনীতির দেশগুলোর হাত শক্তিশালী করতে এবং ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থে ইন্দোনেশিয়া এ জোটে যোগ দিতে আগ্রহী ছিল।
ব্রাজিল সোমবার এক বিবৃতিতে জানায়, ব্রিকসের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে এ জোটে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ব্রাজিলের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে ব্রিক্স সদস্যপদকে একটি কৌশলগত উপায় বলে বর্ণনা করেছে মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইন্দোনেশিয়াকে নিয়ে ব্রিক্স জোট আরও সম্প্রসারণের এই উদ্যোগ প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছিল ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলনে। অর্থাৎ, জোটটিতে যোগ দেওয়ার সবুজ সংকেত ইন্দোনেশিয়া পেয়ে গিয়েছিল ওই সময়ই।
তবে দেশটি গতবছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট সুবিয়ান্তো প্রবোও গত অক্টোবরে দায়িত্ব নেন। এরপর আনুষ্ঠানিকভাবে দেশটি ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।