Published : 04 May 2025, 09:50 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আগে কোনও রাখঢাক ছাড়াই কথা বললেও এবার তা অস্বীকার করে বলেছেন, এমন কোনও চিন্তা-ভাবনা করছেন না তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কেউই দুই মেয়াদের বেশি দেশের প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না।
কিন্তু ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুযোগ করে দিতে সংবিধানের ২২তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব দিয়েছিলেন রিপাবলিকান এক কংগ্রেস সদস্য।
টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত অ্যান্ডি ওগলজের ওই প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মোট তিন মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা দুই মেয়াদে থাকতে পারবেন একবারই।
এরপর মার্চে ট্রাম্প তৃতীয় মেয়াদ এমনকি চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট হতে চাওয়া নিয়ে মোটেই ‘মজা করছেন না’ এবং এমন কিছু উপায় আছে যার মাধ্যমে এটি করা যায় বলে মন্তব্য করে এ পদে আরেক মেয়াদে থাকতে চাওয়ার জল্পনা উস্কে দিয়েছিলেন। যদিও তখন কোনও পরিকল্পনার কথা ট্রাম্প উল্লেখ করেননি।
তবে এবার ট্রাম্প বলেছেন, অনেকেই তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করার অনুরোধ জানালেও তিনি এমন কিছু করার কথা ভাবছেন না।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানিয়ে বলেন, “আমি ৮ মেয়াদে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট হব। দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা হয়ে যাবে। আমি সবসময় এটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি।” সাক্ষাৎকারটি রোববার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।
বিবিসি জানায়, প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে এখন থেকেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে। এতে ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদ শেষের পর আবার তিনি প্রেসিডেন্ট থাকার চেষ্টা নিতে পারেন বলে জল্পনা বাড়ছে।
তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, “অনেকেই ২০২৮ সালের হ্যাট বিক্রি করছে। কিন্তু এমন কিছু করার দিকে আমি তাকিয়ে নেই। আমি যতটুকু জানি, আপনার এটি করার এখতিয়ার নেই।”
কয়েকজন রিপাবলিকানের নাম উল্লেখ করে তিনি বলেন, জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট), মার্কো রুবিও (পররাষ্ট্রমন্ত্রী) আছেন যারা তার (ট্রাম্প) জায়গা নিতে পারেন।
“বাস্তবিক অর্থে দশনীয় কিছু করার জন্য ৪ বছরই যথেষ্ট বলে আমি মনে করি”, বলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, টানা হোক বা না হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সর্বোচ্চ দুইবার চার বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।
এই নিয়ম পাল্টাতে হলে সেরা উপায় হল সংবিধান বদলানো। কিন্তু তাতে দেশটির কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন, এবং পরে ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।
জর্জ ওয়াশিংটন ১৭৯৬ সালে যুক্তরাষ্ট্রে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার একটি রীতি চালু করেছিলেন, সেসময় এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। ১৪০ বছরেরও বেশি সময় ধরে দেশটির কোনো প্রেসিডেন্টই এই রীতি ভাঙেননি।
ব্যত্যয় ঘটান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ১৯৩৩ থেকে টানা ৪ বার প্রেসিডেন্ট হন তিনি। চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার কয়েক মাসের মাথায় মৃত্যু হয় তার। তারপর ১৯৫১ সালে প্রেসিডেন্টের মেয়াদ নির্দিষ্ট করে দিয়ে সংশোধনী আসে।