মিশরের ট্রেন ও রেললাইনগুলো পুরনো হয়ে গেছে। এসবের আধুনিকায়নে দেশটি কয়েক বছর ধরে কাজ করছে।
Published : 15 Sep 2024, 11:51 AM
মিশরের জাগাজিগ শহরে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও আরও ৪৯ জন আহত হয়েছেন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে ঘটা এ ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। উদ্ধার কাজ চলমান আছে।
এক বিবৃতিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া এই দুই ট্রেনের একটি জাগাজিগ থেকে ইসমাইলিয়া শহরের দিকে যাচ্ছিল, অপরটি মনসুরা শহর থেকে জাগাজিগে আসছিল।
মিশরের ট্রেন ও রেললাইনগুলো পুরনো হয়ে গেছে। এসবের আধুনিকায়নে দেশটি কয়েক বছর ধরে কাজ করছে।