Published : 30 Mar 2025, 11:24 PM
বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার প্রেসিডেন্ট হওয়া আহমেদ আল-শারার নেতৃত্বে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে।
শনিবার শারা তার নতুন এ সরকারের ২৩ মন্ত্রীর নাম ঘোষণা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের সমাপ্তির পর সিরিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন এই অন্তর্বর্তী সরকার গঠনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বিবেচনা করা হচ্ছে।
আরব ও পশ্চিমা দেশগুলো বেশ কয়েক মাস ধরেই সিরিয়ার নতুন সুন্নি-নেতৃত্বাধীন কর্তৃপক্ষকে সব সম্প্রদায় ও জাতিকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে চাপ দিয়ে আসছিল।
চলতি মাসে আসাদের ঘাঁটি বলে পরিচিত দেশটির পশ্চিম উপকূলে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের হাজারো মানুষ হত্যার শিকার হওয়ার পর এই চাপ আরও বেড়ে যায়।
শারার নতুন মন্ত্রিসভায় ইয়ারুব বদর নামে এক আলাউইত সদস্যও স্থান পেয়েছেন, তাকে দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। দ্রুজ সম্প্রদায়ের আমজাদ বদর পেয়েছেন কৃষি মন্ত্রণালয়।
আসাদবিরোধী আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ, খ্রিস্টান ধর্মাবলম্বী নারী হিন্দ কাবাওয়াতকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব।
শারার শুরুর দিকের মন্ত্রিসভায় থাকা মুরহাফ আবু কাসরা ও আসাদ আল-শিবানিকে ফের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ ইয়োসর বার্নিয়েহকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়।