যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের সংকট চলছে। এতে ডিমের দাম বেড়ে গেছে। তারমধ্যেই এক ব্যবসায়ীর এক লাখ ডিম চুরি গেছে।
Published : 06 Feb 2025, 03:18 PM
যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যের এক পাইকারি ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় এক লাখ ডিম চুরি করা চোরদের খুঁজছে পুলিশ।
যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের সংকট চলছে। এতে ডিমের দাম বেড়ে গেছে। তারমধ্যেই শনিবার ৪০ হাজার ডলারেরও বেশি মূল্যের ওই অর্গানিক ডিমগুলো চুরি যায়।
ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা অঙ্গরাজ্যটির পুলিশ বাহিনীর সদস্য মেগান ফ্রেইজার রয়টার্সকে জানান, পুলিশ বাহিনীতে তার ১২ বছরের চাকরি জীবনে ডিম চুরির কোনো ঘটনার মুখোমুখি হননি তিনি।
এর কাছাকাছি ঘটনা হিসেবে ১০ বছর আগে ঘটা মুরগির বাচ্চা ভর্তি একটি ট্রেইলার চুরির কথা মনে করতে পারলেন তিনি।
তিনি বলেন, “যা নেওয়া হয়েছে তার মূল্য বিবেচনায় এটি একটি বড় অপরাধ।”
তিনি বলেন, অঙ্গরাজ্যের রাজধানী হ্যারিসবার্গ থেকে ১০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে গ্রিনক্যাসলে ঘটনাটি ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের শুক্রবারের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদন অনুযায়ী, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের দাম গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।
দেশটির মুরগির খামারিরা বার্ড ফ্লুর এক প্রাদুর্ভাবের মোকাবেলা করছেন। রোগটির ছড়িয়ে পড়া থামাতে তাদের লাখ লাখ মুরগি মেরে ফেলতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের ডিম বাজারের সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী, ডিসেম্বর থেকে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখেরও বেশি মুরগি জবাই করতে হয়েছে অথবা মেরে ফেলতে হয়েছে।
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির শেষ দিকে এক ডজন ডিমের দাম ছিল ৫ দশমিক ২৯ ডলার, যা আগের বছর একই সময় ছিল প্রায় ৩ দশমিক ৫ ডলার।
অপ্রতুলতার কারণে অনেক দোকানের ডিমের র্যাক খালি হয়ে আছে। যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত ব্রেকফাস্ট রেস্তোরাঁ ওয়াফেল হাউস ডিমপ্রতি ৫০ সেন্ট সারচার্জ আরোপ করেছে বলে গণমাধ্যমের খবর।
পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার একটু আগে গ্রিনক্যাসলে ডিম কোম্পানি পিট এন্ড জেরিসের গুদামে রাখা একটি ট্রেইলার থেকে ডিমগুলো চুরি করা হয়।