খাইবার পাখতুনখওয়ায় বন্দুকধারীদের হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে এক স্থানে ৮ জন ও অপর স্থানে ১১ জন নিহত হন।
Published : 20 Nov 2024, 02:20 PM
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দু’টি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এসব হামলায় কতোজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানায়নি; কিন্তু সরকারি সূত্রগুলো গণমাধ্যম ডনকে জানিয়েছে, প্রদেশটির তিরা উপত্যকায় মঙ্গলবার হামলাকারী জঙ্গিদের সঙ্গে তীব্র বন্দুক লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত আট সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
এই বন্দুক লড়াইয়ে ‘নয় জঙ্গিও’ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা জানিয়েছে।
তিরা উপত্যকার বাগ-মায়দান মারকাজের কাছে একটি সামরিক ক্যাম্পে রোববার রাতে বন্দুকধারীরা হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় আর তা পরবর্তী দুই দিন ধরে চলে।
দুই দিনের বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর মঙ্গলবার থমথমে পরিস্থিতির মধ্যে তিরার দোকানপাটগুলো খুলে। রোববার রাতে মর্টারের গোলার আঘাত বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার দোকান খোলার পর ব্যবসায়ীরা শান্তি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।
এরপর মঙ্গলবার প্রদেশটির বান্নু জেলার জানিখেল এলাকার মালি খেল চেকপয়েন্টের কাছে এক আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হন।
বিভিন্ন সূত্র ডনকে জানিয়েছে, এ হামলায় নিরাপত্তা বাহিনীর প্রায় ১১ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা সঙ্কটজনক।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র জঙ্গিরা হামলা শুরু করার পর তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই শুরু হয়, এরপর ওই আত্মঘাতী হামলাটি চালানো হয়।