পাকিস্তানের বেশ কয়েকটি সীমান্ত পোস্টে আফগান বাহিনী ভারী ও হাল্কা অস্ত্র নিয়ে একযোগে হামলা চালিয়েছে।
Published : 29 Dec 2024, 12:34 PM
পাকিস্তানের আপার কুররাম জেলার বেশ কয়েকটি সীমান্ত পোস্ট লক্ষ্য করে আফগানিস্তানের বাহিনীগুলোর ছোড়া গুলিতে এক সেনা নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকালের এ হামলায় পাকিস্তানের সীমান্ত বাহিনীর আরও ১১ সেনা আহত হয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আফগান বাহিনী পাকিস্তানের গোজগারহি, মাথা সাঙ্গার, কোট রাঘা ও তরি মেঙ্গল এলাকার সীমান্ত পোস্টগুলোতে একইসঙ্গে ভারী ও হালকা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় আফগান বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সাত থেকে আট জন সেনা গোলাগুলিতে নিহত হয়েছে।
এর আগে শুক্রবার রাতে আফগান তালেবানদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত পোস্টগুলো ব্যবহার করে জঙ্গিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ পাকিস্তানি পক্ষের। অনুপ্রবেশের ওই চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডনকে বলেছেন, “অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে জঙ্গিরা ও আফগান বাহিনী যৌথভাবে ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি সীমান্ত পোস্টগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে। এর কার্যকর জবাব দেওয়া হয় আর নিশ্চিত প্রতিবেদন অনুযায়ী আফগান পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ১৫ জন জঙ্গি নিহত ও আরও অনেকে আহত হয়েছে।”
এ ঘটনার পর আফগান বাহিনী তাদের পোস্টগুলো ফেলে রেখে ওই এলাকা থেকে চলে গেছে বলে দাবি করেছেন তিনি।
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে করা একটি যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই তাদের এসব হামলার লক্ষ্য বেশি হচ্ছে। পাকিস্তানের অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে আর তারা সীমান্ত পাড়ি দিয়ে এসে এসব হামলা চালাচ্ছে।
আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করলেও গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৪৬ জন নিহত হয় আর তাদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে আফগানিস্তানের প্রশাসন।
জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানায় এসব বিমান হামলা চালানো হয়েছে, পাকিস্তান এমন দাবি করলেও আফগান সরকার এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছিল।
আরও পড়ুন: