Published : 02 Jul 2023, 07:41 PM
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী জুলু জাতিগোষ্ঠীর রাজা মিসুজুলু কা জুয়েলিথিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বিষপ্রয়োগের শিকার হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
জুলু রাজার ঐতিহ্যাবাহী প্রধানমন্ত্রী মাংগোসুথু বুথেলেজি একথা জানিয়েছেন। চিকিৎসার জন্য ইসোয়াতিনিতে গেছেন জুয়েলিথিনি। শনিবার অসুস্থ বোধ করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঐতিহ্যবাহী জুলু জাতিগোষ্ঠীর নতুন রাজা হিসেবে মিসুজুলু কা জুয়েলিথিনিকে গতবছর অক্টোবরে স্বীকৃতি দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
নতুন রাজাকে স্বীকৃতি দেওয়ার এই অনুষ্ঠান বহুদিন আটকে ছিল আইনি বিবাদের কারণে। মিসুজুলু কা জুয়েলিথিনিকে বড় ধরনের অনুষ্ঠান করে রাজমুকুট পরানো হয়েছিল গতবছর অগাস্টেই।
এক বছর ধরে সিংহাসনের উত্তররাধিকারী হওয়া নিয়ে পারিবারিক বিরোধের পর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে মুকুট পরানো হয়।পরে অবশেষে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছ থেকে স্বীকৃতি পান জুলু রাজা।
তাকে বিষপ্রয়োগের যে সন্দেহ করা হচ্ছে, এর পেছনে রাজপরিবারের কোনও সদস্য জড়িত কিনা সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ আফ্রিকার পুলিশ বিষপ্রয়োগের এই দাবির ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।
জুলু রাজার প্রধানমন্ত্রী বলেছেন, আমরা রাজার অবস্থা নিয়ে উদ্বিগ্ন। জুলু জাতি হিসাবে আমরা রাজার পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনাটির বাড়তি তদন্তের কারণ থেকে থাকলে কর্তৃপক্ষ তা করবে।
জুলু রাজপরিবারে এর আগে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর রাজার ঘনিষ্ঠ প্রিন্স মঙ্গিসেনি মিলটন হত্যাকাণ্ডের শিকার হন। অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে গুলি করে হত্যা করে।
এটি ছিল রাজার ঘনিষ্ঠ কেউ খুন হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২১ সালে রাজার আরও এক আস্থাভাজন এবং উসুথু ট্র্যাডিশনাল কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য দুমিসানি কুমালো খুন হন।