পুতিনকে ‘চারপাশ থেকে পুরোপুরি ঘেরাও’ হয়ে থাকা ইউক্রেইনীয় সেনাদের প্রাণ বাঁচানোর জন্য অনুরোধও জানিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
Published : 14 Mar 2025, 11:21 PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুদ্ধ থামার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, এই আলোচনার পর রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ অবসানের ‘সুবর্ণ সুযোগ’ আছে।
পুতিনকে ‘চারপাশ থেকে পুরোপুরি ঘেরাও’ হয়ে থাকা ইউক্রেইনীয় সেনাদের প্রাণ বাঁচানোর জন্য অনুরোধও জানিয়েছেন বলে জানান ট্রাম্প।
এর মধ্য দিয়ে ট্রাম্প রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে রুশ সেনাদের হামলার মুখে পিছু হটতে থাকা ইউক্রেইনীয় সেনাদেরকেই বুঝিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে লেখেন, “গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ারও খুব ভালো সম্ভাবনা রয়েছে।”
পরে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে পুতিনের কথা হয়নি, বরং কথা হয়েছে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে।
মস্কোয় পুতিনের সঙ্গে উইটকফের দীর্ঘ আলাপ হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, উইটকফের মাধ্যমে ট্রাম্পকে 'বার্তা' পৌঁছে দেওয়ার জন্য পুতিন বৈঠকটিকে কাজে লাগিয়েছেন।
তিনি বলেন, উইটকফ বৈঠকের বিষয়টি নিয়ে ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার পরই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময়সূচি ঠিক করবে দুই পক্ষ।
ট্রাম্প বলেছেন, তিনি চান মস্কো ও কিইভ দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হোক। কারণ, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এবং যুদ্ধে ইতোমধ্যেই উভয়পক্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছে বলেও সতর্ক করেন তিনি।