সরকারি আইনজীবীদের প্রশ্নে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ঘুরিয়ে-ফিরিয়ে দীর্ঘ, একগুঁয়ে জবাব দেওয়ার কারণে বিচারক তাকে ধমক দেন।
Published : 07 Nov 2023, 09:28 PM
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের আদালতে সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পারিবারিক ব্যবসায় জালিয়াতি সংক্রান্ত মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বারবার বিচারকের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার এক পর্যায়ে বিচারকের ধমকও খেয়েছেন তিনি।
সাক্ষীর কাঠগড়ায় প্রায় চার ঘণ্টায় বিচারক আর্থার এনগোরোনের সঙ্গে বেশ কয়েকবার তর্কাতর্কি হয় ট্রাম্পের। তিনি সেখানে তার সঙ্গে অন্যায় আচরণের অভিযোগও করেন। বারবারই তিনি প্রশ্ন থেকে দূরে সরে গেছেন।
সরকারি আইনজীবীদের প্রশ্নে ট্রাম্পের ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া দীর্ঘ, একগুঁয়ে, রাগাম্বিত জবাবের কারণে বিচারক তাকে ধমক দিয়ে বলেছেন, “এটি কোনও রাজনৈতিক জনসভা নয়’ এটি আদালতকক্ষ। দয়া করে প্রশ্নের উত্তর দিন, ভাষণ দেবেন না।” ট্রাম্পকে সংযত রাখতে তার আইনজীবীকেও নির্দেশ দেন বিচারক এনগোরোন।
বিবিসি জানায়, বিচারক এরই মধ্যে রায় দিয়ে বলেছেন, ট্রাম্প অর্গানাইজেশন জালিয়াতি করেছে এবং এই বিচারে সাজা নির্ধারণ করা হবে। কৌসুঁলিরা ট্রাম্পের ২৫ কোটি ডলার জরিমানা এবং ব্যবসায়ে কঠোর কড়াকড়ি আরোপ চাইছেন।
ম্যানহাটনের আদালতে ট্রাম্পকে তার ফ্লোরিডার মার-আ-লোগোর এস্টেট, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং স্কটল্যান্ডের গল্ফ কোর্সসহ বিভিন্ন সম্পত্তির মূল্যমান (ভ্যালু) নিয়ে প্রশ্ন করা হয়।
কৌসুলিরা বলছেন, বড় অঙ্কের ঋণ নিতে এবং ইন্সুরেন্স পলিসির জন্য ট্রাম্প তার কোম্পানির বিবৃতিতে যেসব সম্পত্তির ভ্যালু ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখিয়েছেন তার মধ্যে এই সম্পত্তিগুলোও আছে।
ট্রাম্পের সঙ্গে তার ছেলে এরিক এবং ডনাল্ড ট্রাম্প জুনিয়রসহ ট্রাম্প অর্গানাইজেশনের অন্যান্য নির্বাহীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এই মামলা করেছেন নিউ ইয়র্কের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ট্রাম্পসহ সবাই ব্যবসায় কোনওরকম অপকর্ম করার কথা অস্বীকার করেছেন।
আদালতে ট্রাম্প বলেন, “এটি খুবই অন্যায় বিচার। আশা করি জনগণ তা দেখছে।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এবং স্যোশাল মিডিয়ায় ট্রাম্প বেশ জোরের সঙ্গেই দাবি করেছেন যে, পুরো বিচারকাজই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বরাবরই ভোটরদেরকে তার আইনগত ঝামেলাকে আমল না দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন। ট্রাম্প বলেন, “যা ঘটছে তা দেখে দেখে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আমি মনে করি আজকের দিনটি আমেরিকার জন্য খুবই দুঃখের।”