Published : 01 May 2025, 04:47 PM
ভারতের রাজস্থানের আজমীরে এক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাতের কয়েক মিনিটের মধ্যে তা হোটেল নাজকে গ্রাস করে ফেলে। জীবন বাঁচাতে বেশ কয়েকজনই হোটেল থেকে নিচে লাফ দেন।
নিহতদের মধ্যে এক নারী ও চার বছর বয়সী এক শিশুও আছে। অগ্নিদগ্ধ ও দমবন্ধ হয়ে এ চারজনের মৃত্যু হয়েছে বলে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. অনিল সামারিয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“এক নারী তিন তলার জানালা দিয়ে তার বাচ্চাকে নিচে আমার কোলে ছুঁড়ে দেন; তিনিও লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা তাকে থামাই,” অগ্নিকাণ্ডের সময়কার কথা বলতে গিয়ে বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই বলেন মাঙ্গিলা কালোসিয়া। আগুন লাগার সময় তিনি নাজ হোটেলেই ছিলেন।
আহত ৮ জনকে জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে থাকা অনেকেই আগুন ছড়িয়ে পড়ার আগে বিকট এক শব্দ শোনার কথাও জানিয়েছেন। এসি বিস্ফোরণের কারণে ওই শব্দ হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার সময় হোটেলটিতে ১৮ জন ছিলেন; তাদের মধ্যে কয়েকজন দিল্লি থেকে আগত দর্শনার্থীও আছে যারা তীর্থযাত্রায় গিয়েছিলেন।
হোটেলটি সরু গলিতে অবস্থিত হওয়ায় দমকল বাহিনীর গাড়ি ও সদস্যদের সেখানে পৌঁছাতে এবং উদ্ধারকাজ শুরু করতে বেশ বেগ পেতে হয়। আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে পুলিশ ও দমকল কর্মীদের অনেকে অচেতনও হয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে, উদ্ধার অভিযানও শেষ হয়েছে বলে জানিয়েছেন আজমীরের অতিরিক্ত জেলা প্রশাসক গজেন্দ্র সিং রাঠোর।
“উদ্ধার অভিযান শেষ, (হোটেলটির) ভেতরে কেউ নেই। বৈদ্যুতিক প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বলে হোটেলের ম্যানেজার জানিয়েছেন,” বলেছেন তিনি।