১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

যুক্তরাজ্য নির্বাচন: ৯৫ দলের মহারণ
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে এবার নিজ নিজ দলকে জেতাতে শীর্ষ নেতৃত্বে রয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার (উপরে ডানে), কনজারভেটিভ নেতা ঋষি সুনাক (মধ্যে), লিব ডেম নেতা মিট এড ডেভি (উপরে বাঁয়ে) এবং গ্রিন পার্টির নেতৃত্ব দিচ্ছেন কার্লা ডেরিয়ান। ছবি: দ্য গার্ডিয়ান।