অতি শক্তিশালী এই টাইফুন বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের তাইটুং- কাউন্টিতে আঘাত হানবে বলে পূর্বাভাস পাওয়া গেছে।
Published : 30 Oct 2024, 06:58 PM
তাইওয়ানে ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন কং-রে। ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ মাত্রার বিধ্বংসী শক্তি অর্জন করেছে। এ ঝড়ে গোটা দ্বীপই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে।
অতি শক্তিশালী এই টাইফুন বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের তাইটুং- কাউন্টিতে আঘাত হানবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। তার আগে বুধবার দ্বীপের বেশ কিছু অংশ জুড়ে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলেছে, তাইতুংয়ের পর ঝড়টি তাইওয়ানের দক্ষিণ দিক পাড়ি দিয়ে তাইওয়ান প্রণালীর দিকে যাবে। তারপর এটি চীনের দিকে ধেয়ে যাবে।
তাইওয়ানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ চু মেই-লিন বুধবার সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে, প্রায় গোটা তাইওয়ানে শেষ রাতের দিকে ঝড়ের তাণ্ডব শুরু হবে।
মঙ্গলবার ঝড়টি কাছাকাছি আসার সময়ে কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) সমুদ্র সতর্কতা জারি করে। বুধবার দুপুর পর্যন্ত, সংস্থাটি দ্বীপটির অর্ধেকেরও বেশি কাউন্টিতে সতর্কতা জারি করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি সরাসরি দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু তবুও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি আছে।
চু মেই-লিন বলেন, “আমরা সবাইকে যথাযথ প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করেছি।” টাইফুনটি মাটি স্পর্শ করলে ঢেউ ৮ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে বলে তিনি সতর্ক করেন।
গোটা তাইওয়ানজুড়েই বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। তিন দশকের মধ্যে কং-রেই সবচেয়ে মারাত্মক ঝড় হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।