এ ঘটনায় এ ঘটনায় কমান্ডিং অফিসারকে তিরস্কার করা হয়েছে এবং ফিল্ড কমান্ডারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Published : 21 Apr 2025, 08:39 PM
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত মাসে গাজায় জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনা ‘একাধিক পেশাগত ব্যর্থতার’ কারণে হয়েছে বলে তাদের পর্যালোচনায় উঠে এসেছে, এবং এ ঘটনায় এক কমান্ডারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের কাছে গত ২৩ মার্চ একই স্থানে তিনটি আলাদা গুলির ঘটনায় ওই ১৫ প্যারামেডিক ও উদ্ধারকর্মীরা নিহত হন। তাদের মরদেহ বালির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।
এক সপ্তাহ পর জাতিসংঘ ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের কর্মকর্তারা ওই মরদেহগুলো উদ্ধার করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার বিবৃততে ইসরায়েলি সেনাবাহিনী বলে, সেনারা প্রথম দুটি ঘটনায় যেসব বাহনকে হামাসের মনে করেছিল, সেগুলো যে জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ট্রাক ছিল তদন্তে তা দেখা গেছে।
রাতের অন্ধকারে ভুল বোঝাবুঝির কারণে তারা তখন গুলি চালিয়েছিল। তৃতীয় ঘটনায় সেনারা সরাসরি আদেশ লঙ্ঘন করেছে বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় কমান্ডিং অফিসারকে তিরস্কার করা হয়েছে এবং ফিল্ড কমান্ডারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্টের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা জরুরি সেবাকর্মী এবং পরিষ্কারভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাককে লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা প্রথমে যেটিকে হামাসের বাহন মনে করেছিল, সেটি ছিল একটি অ্যাম্বুলেন্স। পরে সেটি বুঝতে পেরে ঘটনাস্থল যাচাই করে দেখে মৃতরা প্যারামেডিক ছিলেন।
ঘটনাটিকে ‘জটিল যুদ্ধ পরিস্থিতির ভেতরে একটি ভুল’ উল্লেখ করে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতনদের জানানো হয়েছিল এবং কোনো কিছু গোপন করা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী নিহতদের মধ্যে ছয়জন হামাসের সদস্য আছে বলে প্রথমে দাবি করেছিল—যদিও এর স্বপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি।
ইসরায়েল জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর অ্যাডভোকেট জেনারেল এ নিয়ে পৃথক তদন্ত করছে, এবং সেখানে কাউকে দোষী পেলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
গাজায় বালির মধ্যে কবরে মিলল ১৫ উদ্ধারকর্মীর লাশ
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী হত্যা 'ভুল করে', স্বীকার করল ইসরায়েল