“পর্যটন খাতে সহযোগিতা হৃদয়কে এক করা এবং অর্থনৈতিক অগ্রগতি সাধনে সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে,” বলেন কাটজ।
Published : 14 Jan 2024, 08:31 AM
প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাটজ। জাতিসংঘের পর্যটনবিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে তিনি মঙ্গলবার রিয়াদে যান। তিনিই প্রথম সৌদি আরবে যাওয়া ইসরায়েলি কোনও মন্ত্রী।
সৌদি আরব ও ইসরায়েল একে অপরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তির কাছাকাছি অগ্রসর হওয়ার সময়টিতে হাইম কাটজ এ সফরে গেলেন। জাতিসংঘের পর্যটন সংস্থার দুই দিনের এ সম্মেলনে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কাটজ।
এক বিবৃতিতে তিনি বলেন, “পর্যটন হল দেশের সঙ্গে দেশের মধ্যকার একটি সেতু। পর্যটন খাতে সহযোগিতা হৃদয়কে এক করা এবং অর্থনৈতিক অগ্রগতি সাধনে সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আমি ইসরায়েলের পর্যটন ও বৈদেশিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করব।”
সৌদি আরব সরকার তাৎক্ষণিকভাবে ইসরায়েলের মন্ত্রীর এ সফরের খবর নিশ্চিত করে জানায়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)