কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন তুলতে পারবেন না- এমন একটি বিলও সই করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
Published : 25 Dec 2024, 09:18 PM
একের পর এক বিল সই করে তা আইনে পরিণত করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি সই করেছেন ৫০ টি বিল।
এর মধ্যেই একটিতে টাক ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছেন বাইডেন। তাছাড়া, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন তুলতে পারবেন না- এমন একটি বিলও সই করেছেন তিনি।
ঈগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি করার বিলটি গত সোমবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বাইডেনের কাছে যায় সইয়ের জন্য। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক ১৭৮২ সালের ‘গ্রেট সিল’- এ বসানো ছিল টাক ঈগল।
তবে এই শিকারি পাখিটি যুক্তরাষ্ট্রের আইনে দেশের জাতীয় পাখি হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছিল না। যদিও ২৪০ বছরেরও বেশি সময় ধরে টাক ঈগলই ছিল দেশটির ক্ষমতা ও শক্তির প্রতীক।
প্রেসিডেন্টের পতাকায়, সামরিক বাহিনীর পরিচায়ক হিসাবে, পাসপোর্টে এমনকি মুদ্রাতেও প্রতীক হিসাবে আছে এই পাখির ছবি। এবার জাতীয় পাখি হয়ে সেই ঈগলই পেল তার যোগ্য মর্যাদা।
এছাড়া, যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা ও মৃত্যু রোধে প্রথম ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন বাইডেন। যুবসমাজের কল্যাণ ও সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতেও একটি বিল সই করেছেন তিনি।
এর আগে এ মাসের শুরুর দিকে লোকবল সংকটে থাকা কেন্দ্রীয় সরকারের আদালতগুলোতে ৬৬ জন নতুন বিচারক নিয়োগে ভিটো দিয়েছেন বাইডেন। একইসঙ্গে নিজের ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা করা ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ আসামির মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তিনি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন তার অগ্রাধিকার তালিকায় থাকা সব কাজ শেষ করার চেষ্টা করছেন।