নেভাডায় জিতে সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্র্যাটরা

৪৩৫টি আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ২১১-২০৪ এ এগিয়ে আছে। এখনও ২০টি আসনের ফল বাকি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 03:42 AM
Updated : 13 Nov 2022, 03:42 AM

যুক্তরাষ্ট্রের নেভাডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হল ডেমোক্র্যাটরা।

কয়েকদিনের ভোট গণনা শেষে শনিবার রাতে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তোর সেনেটর পদে পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে এডিসন রিসার্চের মূল্যায়নের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

সিএনএন এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমও মাস্তোকে বিজয়ী ঘোষণা করেছে।

শেষ কয়েক শতাংশ ভোট গণনার আগ পর্যন্ত রিপাবলিকান অ্যাডাম পল ল্যাকসল্টই এগিয়ে ছিলেন, কিন্তু নেভাডার সবচেয়ে বড় এলাকা ক্লার্ক কাউন্টির সর্বশেষ ব্যাচের ব্যালট মাস্তোকে এগিয়ে দেয়।

সর্বশেষ ব্যাচে যে ২৩ হাজার ২০০ ব্যালট গণনা হয়, তাতে ডেমোক্র্যাট মাস্তো পান ১৪ হাজার ১০০টি ভোট; ল্যাকসল্ট ব্যাগে ভরতে পারেন কেবল ৮ হাজার ২০০ জনের সমর্থন।

এই ব্যালটের আগে ল্যাকসল্ট ৮০০-র কাছাকাছি ভোটে মাস্তোর চেয়ে এগিয়ে ছিলেন।

অ্যারিজোনায় আগের দিন সেনেটর মার্ক কেলির জয়ের পর থেকে সবারই চোখ ছিল নেভাডার দিকে। এখানে জেতায় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের ১০০ আসনের ৫০টিই এখন ডেমোক্র্যাটদের হাতে থাকল, রিপাবলিকানদের হল ৪৯টি।

৬ ডিসেম্বর জর্জিয়ার ‘রান অফ’ ভোটে রিপাবলিকানরা জিতলেও সেনেট ডেমোক্র্যাটদের হাতছাড়া হবে না। সেক্ষেত্রে উচ্চকক্ষ ৫০-৫০ এ ভাগ হয়ে গেলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং ভোটের’ সুবিধা নিয়ে ডেমোক্র্যাটরাই সেনেটে কর্তৃত্ব করতে পারবে।

এই ফল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বেশ স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে টানা কয়েক মাসের জনমত জরিপ তার জনপ্রিয়তা কমার ইঙ্গিত দিচ্ছিল।

এদিকে ভোটের পর চারদিন পেরিয়ে গেলেও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কার দখলে যাবে তা নির্ধারিত হয়নি। রিপাবলিকানরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেলেও ‘ম্যাজিক নাম্বার’ ২১৮ নিশ্চিত করতে পারেনি।

এখন যেসব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে গণনা চলছে, সেগুলোর বেশিরভাগই ক্যালিফোর্নিয়ায় হওয়ায় নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারেও আশা ছাড়ছে না ডেমোক্র্যাটরা।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের ২১১টি রিপাবলিকানদের বাক্সে আর ২০৪টি ডেমোক্র্যাটদের দখলে গেছে বলে জানাচ্ছে সিএনএন। এখনও আরও ২০টি আসনের ফল ঘোষণা বাকি।