কারণ হিসাবে নিরাপত্তা হুমকি এবং ইউক্রেইনপন্থি বাহিনীর কাছ থেকে হামলার কথা উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ।
Published : 03 May 2023, 10:27 PM
রাশিয়ার কয়েকটি নগরী ঘোষণা দিয়ে বলেছে, তারা এ বছর বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান কমিয়ে দেবে। কারণ হিসাবে নিরাপত্তা হুমকি এবং ইউক্রেইনপন্থি বাহিনীর কাছ থেকে হামলার কথা উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ায় সম্প্রতি কয়েক সপ্তাহে বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এইসব ঘটনার প্রেক্ষিতে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান কমানো হলে তাতে ক্রেমলিনের উদ্বিগ্ন হয়ে পড়ার বিষয়টি প্রকাশ পেয়ে যায় বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর আত্মসমর্পণের দিন ৯ মে-কে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে রাশিয়া৷ বিশাল সামরিক কুচকাওয়াজ করে শক্তি প্রদর্শন এবং বড় ধরনের আরও নানা আয়োজন-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে থাকে রাশিয়া।
বিজয় দিবসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি আয়োজন হচ্ছে, ‘ইমমর্টাল রেজিমেন্ট প্রসেশন’, যে মিছিলটি দেশজুড়ে করা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা স্বজনদের স্মরণে। স্বজনদের ছবি হাতে নিয়ে এই মিছিলে নামে মানুষ।
বিবিসি জানায়, গতবছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানী মস্কোর রেড স্কয়ারজুড়ে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। পুতিনের হাতে ধরা ছিল তার বাবার ইউনিফর্ম পরা ছবি। কিন্তু এবছর নিরাপত্তাজনিত কারণে অন্য কোনও ব্যবস্থায় এই আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে গত মাসেই সাংবাদিকদের জানিয়েছিলেন আইনপ্রণেতা ও আয়োজক ইলিনা সুনায়েভা।
ইমমর্টাল রেজিমেন্ট অব রাশিয়ার ওয়েবসাইটে এক খবরে বলা হয়েছে, সুনায়েভা বলেছেন, যারা এই আনুষ্ঠানিকতা পালন করতে চান তারা এবার তাদের স্বজনদের ছবি গাড়ির জানালায় লাগাতে পারেন, কাপড়ে লাগাতে পারেন কিংবা স্যোশাল মিডিয়ায় দিতে পারেন।
কোনও কোনও ভাষ্যকার বলছেন, এবার মানুষ স্বজনদের ছবি হাতে মিছিলে নামলে শেষ পর্যন্ত এই মিছিল ইউক্রেইনে নিহত রাশিয়ানদের ছবিতে ছবিতে ভরে উঠতে পারে। আর এতে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির চিত্র সামনে চলে আসতে পারে।
ক্রেমলিনও এই বিষয়টি নিয়ে আশঙ্কায় থাকতে পারে বলে মন্তব্য করেছেন সাইবেরিয়ান একটি টিভি নেটওয়ার্কের সাবেক সম্পাদক ভিক্টর মুচনিক।
ওদিকে, বিজয় দিবসে মস্কোর রেড স্কয়ারে রাশিয়ার বিশ্বখ্যাত সামরিক কুচকাওয়াজ, যেটি ঐতিহ্যগতভাবে পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট পুতিন, সেই কুচকাওয়াজ এবার করা হবে খুবই কড়াকড়ির মধ্য দিয়ে এবং রুদ্ধদ্বার ব্যবস্থায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার সিকিউরিটি সার্ভিস ‘সন্ত্রাসী হামলা’ থেকে সামরিক কুচকাওয়াজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, “কিইভ প্রশাসন, যারা এ ধরনের বেশ কয়েকটি হামলার পেছনে আছে, সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, আরও অভিযান চালানোর পরিকল্পনা করছে, এ ব্যাপারে আমরা অবশ্যই সচেতন। আমাদের সব বিশেষ পরিষেবা নিরাপত্তা নিশ্চিত করতে সবকিছু করছে।”
গত কয়েকদিনে রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়ার জ্বালানি মজুতে দুইটি আলাদা আগুন লাগার ঘটনা ঘটেছিল। বুধবার সকালেও ক্রাইমিয়া অভিমুখী একটি সেতুর কাছে ক্রাসন্দার অঞ্চলে আগুনের ঘটনা ঘটেছে।
এ সপ্তাহে রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ান্সকে দুটো পৃথক বিস্ফোরণের ঘটনায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। ওদিকে, লেনিনগ্রাদ অঞ্চলে বিস্ফোরক ডিভাইসে বিদ্যুৎ লাইন ধ্বংস হয়েছে। যদিও এইসব কোনও হামলার দায়ই ইউক্রেইন স্বীকার করেনি।