এক অভিযাত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চীনের সবচেয়ে উঁচু ইউনতাই পর্বতের জলপ্রপাত থেকে পানির প্রবাহ পাথরের মুখে উঁচু করে তৈরি করা একটি পাইপ থেকে পড়ছে।
Published : 06 Jun 2024, 09:34 PM
চীনের একটি জলপ্রপাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। জলপ্রপাতটির একটি ভিডিও প্রকাশের পর এই বিতর্ক শুরু হয়েছে।
বিবিসি জানায়, এক অভিযাত্রীর পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, চীনের সবচেয়ে উঁচু বিরামহীন জলপ্রপাত হিসাবে পরিচিত ইউনতাই পর্বতের জলপ্রপাত থেকে পানির প্রবাহ পাথরের মুখে উঁচু করে তৈরি করা একটি পাইপ থেকে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যারিসভভ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, “ইয়ুনতাই জলপ্রপাতের উৎস খুঁজতে গিয়ে অনেক কষ্ট করে এখানে এলাম কেবল একটি পাইপ দেখার জন্য।”
ভিডিও ক্লিপটি সোমবার প্রথম পোস্ট করার পর থেকে ৭০ হাজারেরও বেশি বার লাইক পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ভিডিওটি ১ কোটি ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ভিডিও প্ল্যাটফর্ম ডুয়িনে প্রায় ১ কোটি বার দেখা হয়েছে। ‘ইউনতাই জলপ্রপাতের উৎস কেবল কিছু পাইপ’ ট্রেন্ড ছড়িয়ে পড়েছে।
পানির প্রবাহ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়ুনতাই টুরিজম পার্কের পরিচালকরা বলছেন, তারা একটি ‘ছোট্ট সংস্কার’ করে জলধারা বাড়িয়েছেন, যাতে শুষ্ক মৌসুমেও দর্শনার্থীরা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
বিষয়টি নিয়ে শোরগোলের মুখে স্থানীয় সরকারি কর্মকর্তাদেরকে তদন্তের জন্য পার্কেও পাঠানো হয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, কর্মকর্তারা পার্ক পরিচালনাকীদেরকে এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং কোনও পরিবর্তন আনলে পর্যটকদের সে সম্পর্কে আগাম অবহিত করতে বলেছেন।
জলপ্রপাতের পক্ষ থেকে পার্ক কর্তৃপক্ষ একটি পোস্টে বলেছে, “সবার সঙ্গে এভাবে দেখা হবে ভাবিনি। মৌসুমী নৈসর্গিক দৃশ্য হওয়ার কারণে আমি এই নিশ্চয়তা দিতে পারি না যে, আপনারা সবসময়ই আমাকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে পাবেন। এজন্য আমি শুকনো মৌসুমের জন্য একটি ছোট্ট পরিবর্ধন করেছি, যাতে আমি আমার বন্ধুদের সামনে সবচেয়ে সুন্দররূপে থাকতে পারি।”
চীনের মধ্য হেনান প্রদেশে অবস্থিত ইউনতাই জলপ্রপাতটি ৩১২ মিটার উঁচু এবং ইউনেস্কোর গ্লোবাল জিওপার্কের ইউনতাই মাউন্টেইন জিওপার্কে অবস্থিত।
নৈসর্গিক সৌন্দর্যের অনন্য নিদর্শন এই জলপ্রপাতটির অপার সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষের সমাগম হয় ইয়ুনতাই মাউন্টেন টুরিজম পার্কে।