পুতিন ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট খুব ক্ষুব্ধ হয়েছেন
Published : 31 Mar 2025, 10:10 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’ আর ইউক্রেইন যুদ্ধ শেষ করার তার প্রচেষ্টায় মস্কো বাধ সাধছে, এমনটি অনুভব করলে তিনি রাশিয়ার তেলের ক্রেতাদের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
রোববার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পুতিন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার সমালোচনা করার পর তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন।
রয়টার্স লিখেছে, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় থেকেই ট্রাম্প রাশিয়ার প্রতি আরও সমঝোতামূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তিন বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার চেষ্টা শুরু করলে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা সতর্ক হয়ে উঠেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় ট্রাম্পের বাড়তে থাকা হতাশার প্রতিফলন ঘটেছে পুতিনকে নিয়ে তার এই তীক্ষ্ণ মন্তব্যে।
ট্রাম্প বলেছেন, “যদি রাশিয়া ও আমি ইউক্রেইনের রক্তপাত বন্ধে একটি চুক্তি করতে না পারি আর আমার যদি মনে হয় এটা রাশিয়ার দোষ, তাহলে আমি তেলের ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করবো, রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর।
“এটা হবে, যদি আপনি রাশিয়া থেকে তেল কেনেন, আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব তেলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সব তেলে ২৫ থেকে ৫০ পয়েন্ট শুল্ক।”
পরে ট্রাম্প সাংবাদিকদেরও জানান, তিনি পুতিনকে নিয়ে হতাশ কিন্তু যোগ করেন, “আমার মনে হয় আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে।”
ট্রাম্প জানান, তিনি এক মাসের মধ্যে নতুন এ বাণিজ্য বিধিনিষেধ আরোপ করতে পারেন।
ট্রাম্পের এসব মন্তব্য নিয়ে মস্কো থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। রাশিয়া তাদের বিরুদ্ধে আরোপ করা অসংখ্য পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধকে ‘অবৈধ’ বলে অভিহিত করে আসছে। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় করাই এসব পদক্ষেপের উদ্দেশ্য বলে অভিযোগ রাশিয়ার।
এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিকল্পনা করেছেন চলতি সপ্তাহেই পুতিনের সঙ্গে কথা বলবেন।
রয়টার্স জানিয়েছে, কবে আর কখন এই ফোন কল করা হবে আর ট্রাম্প জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন কি না, এসব নিয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি এই দুই নেতা দুইবার টেলিফোনে কথা বলেছেন বলে বলে জানানো হয়েছে; তবে তাদের মধ্যে আরও যোগাযোগ হয়ে থাকতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। এই যুদ্ধ শেষ করতে তিনি ব্যাপক উদ্যোগ নিলেও এ পর্যন্ত অগ্রগতি তেমন একটা হয়নি।