ইউক্রেইন যুদ্ধ শেষ করতে তার কাছে একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট পরিকল্পনা আছে বলে ট্রাম্প জানিয়েছেন।
Published : 09 Feb 2025, 12:23 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেইন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি।
শনিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে বসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, “লোকজনের মৃত্যু দেখা বন্ধ করতে চান তিনি (পুতিন) ।”
তারা দুইজন কতোবার পরস্পরের সঙ্গে কথা বলেছেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “এটি না বলাই ভালো।”
রয়টার্স জানায়, প্রকাশিত খবর প্রসঙ্গে তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে ক্রেমলিন বা হোয়াইট হাউজ, কেউই সাড়া দেয়নি।
জানুয়ারির শেষ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছিলেন, পুতিন ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত আছেন আর ওয়াশিংটনও প্রস্তুত আছে, এমন কিছু শোনার জন্য অপেক্ষা করছে মস্কো।
শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেইন যুদ্ধ শেষ করা নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইন যুদ্ধের তিন বছর পূর্তি হবে। এ যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই ইউক্রেইনের মানুষ।
ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, “তার সঙ্গে পুতিনের সবসময়ই একটি ভালো সম্পর্ক ছিল।”
ইউক্রেইন যুদ্ধ শেষ করতে তার কাছে একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট পরিকল্পনা আছে বলে ট্রাম্প জানিয়েছেন। কিন্তু বিস্তারিত আর কিছু প্রকাশ করেননি তিনি।
ট্রাম্প বলেন, “আমি আশা করি এটি দ্রুত (হবে) । প্রতিদিন লোকজন মারা যাচ্ছে। ইউক্রেইনে এই যুদ্ধ খুব খারাপ। আমি এই অভিশপ্ত ব্যাপারটি বন্ধ করতে চাই।”