ট্রাম্প জোরগলায় ইউক্রেইন যুদ্ধ অবসানের যে কথা বলেছেন, সেটি বাস্তবে রূপ পাবে কিনা সময়ই কেবল তা বলতে পারবে-বলেছে ক্রেমলিন।
Published : 07 Nov 2024, 12:02 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর রাশিয়া সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও বৈরি রাষ্ট্র। ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ শেষ করার যে প্রত্যয় দেখিয়েছেন, সেটি বাস্তবে রূপ পাবে কিনা- সময়ই কেবল তা বলতে পারবে।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন মস্কো এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ১৯৬২ সালের পর সবচেয়ে বড় সংঘাত সৃষ্টি করেছে। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট তৎকালীন সোভিয়েট ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল।
ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় নির্বাচিত হলে ইউক্রেইন যুদ্ধ নিমেষেই বন্ধ করার কথা জোর দিয়ে বলে এসেছেন।
ট্রাম্পের জয়ের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ট্রাম্পের কথা কাজে পরিণত হবে কিনা সময় তা বলে দেবে।
সাংবাদিকদের পেসকভ বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা একটি অবন্ধুসুলভ দেশকে নিয়ে কথা বলছি, যে দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষোভাবে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িত।”
ট্রাম্পের জয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানানোর কোনও পরিকল্পনা করেছেন কিনা তা জানা নেই এবং এ মুহূর্তে দুই দেশের সম্পর্ক তলানিতে রয়েছে বলেও জানান পেসকভ।
তিনি বলেন, “আমরা বারবারই বলে এসেছি যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে অবদান রাখতে পারে। এটি রাতারাতি হবে না.. যুক্তরাষ্ট্র বৈদেশিক নীতির গতিপ্রকৃতি বদল করতে পারে.. সেটি যদি ঘটে.. কীভাবে ঘটবে তা আমরা জানুয়ারির(প্রেসিডেন্টের অভিষেকের পর)পর দেখব।”