ইসরায়েল বলছে, হামাসের কয়েক হাজার যোদ্ধা রাফায় আত্মগোপন করে আছে, তাই শহরটি দখল করা ছাড়া বিজয় অসম্ভব।
Published : 06 May 2024, 03:36 PM
ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় একটি ‘সীমিত পরিসরের’ অভিযানের অংশ হিসেবে বাসিন্দাদের শহর ছাড়ার জন্য আহ্বান জানানো শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এই ‘সীমিত পরিসরের’ অভিযান একটি স্থল আক্রমণের প্রস্তুতির অংশ, গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তাৎক্ষণিকভাবে বাহিনীটি তা নিশ্চিত করেনি।
গাজায় সাত মাস ধরে অবিরাম নির্মম হামলা চালানোর পর ইসরায়েল বলছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা রাফায় আত্মগোপন করে আছে, তাই শহরটি দখল করা ছাড়া বিজয় অসম্ভব।
কিন্তু গাজার ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়ে আছে। সেখানে কোনো সামরিক অভিযান হলে তাতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন পশ্চিমা শক্তিগুলো ও প্রতিবেশী মিশর।
রাফার পূর্বাংশে থাকা ফিলিস্তিনিদের নিকটবর্তী একটি ‘মানবিক এলাকায়’ চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
তাদের এ আহ্বান রাফায় স্থল আক্রমণের আগে বেসামরিকদের সরিয়ে নেওয়ার ‘শুরু হতে পারে’ বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘বেসামরিকদের ধীরে ধীরে ওই নির্দিষ্ট এলাকায় যেতে উৎসাহিত করতে’ পোস্টার, ক্ষুদে বার্তা, ফোন কল এবং গণমাধ্যমে ঘোষণা ব্যবহার করবে তারা।
তবে তারা রাফার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি বলে জানিয়েছে। ‘সীমিত পরিসরের’ অভিযানের জন্য রাফার এক লাখ বাসিন্দাকের সরিয়ে নিতে হবে বলে হিসাব করেছে বাহিনীটি।
এর আগে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, রাফায় হামলা শুরুর আগে ফিলিস্তিনি বেসামরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। কিন্তু দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেনি।
আর্মি রেডিও জানিয়েছে, লোকজনকে সরিয়ে রাফার প্রান্তীয় কিছু এলাকায় নেওয়া হবে, সেখান থেকে তাদের খান ইউনিস ও আল মুওয়াসির নিকটবর্তী তাঁবুর শহরে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:
প্রাণঘাতী রকেট হামলার দায় স্বীকার হামাসের, রাফায় হামলা ইসরায়েলের
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু