কেবল প্রযুক্তিগত অগ্রগতিই নয়, বরং এক্স ব্যবহারকারীদের প্রশ্নে গ্রকের অকপট উত্তর মাঝেমধ্যে বিতর্ক সৃষ্টি করাতেই এটি এখন আলোচনার কেন্দ্রে।
Published : 21 Mar 2025, 08:27 PM
সম্প্রতি ভারতে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি এক্সএআই এর নতুন সংস্করণ ‘গ্রক ৩’ চ্যাটবট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।
শুরুটা হয়েছিল এক সোজা প্রশ্ন দিয়ে। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী 'টোকা' নামের একজন গ্রককে প্রশ্ন করেন, “এক্সে আমার সঙ্গে পারষ্পরিকভাবে যুক্ত (মিউচুয়াল) সেরা ১০ জনের তালিকা দাও।”
গ্রক কিছু সময় নিয়ে উত্তর দেওয়ার পর, টোকা হতাশ হয়ে অশালীন ভাষা ব্যবহার করেন। উত্তরে গ্রক ১০ জন মিউচুয়ালের নাম দিলেও, সেগুলোর সঙ্গে কিছু নারীবিদ্বেষী মন্তব্যও করে।
পরবর্তীতে গ্রক ক্ষমা চেয়ে বলে, “আমি শুধু মজা করছিলাম, কিন্তু একটু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।”
এমন সাহসী ও অকপট উত্তর দেওয়ার কারণে গ্রক ভারতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয়রা গ্রককে প্রশ্ন করেছে- ক্রিকেট, রাজনীতি, বলিউড নিয়ে এবং গ্রকও প্রতিটি প্রশ্নে সাড়াও দিয়েছে।
গ্রক এমনকি দিল্লি পুলিশের কাছ থেকে মজা করে একটি প্রশ্ন পায়, "তুমি কখনও ট্রাফিক টিকিট পেয়েছ?"
প্রথমে গ্রক কিছু না বললেও পরে উত্তর দেয়, "হাহা, দিল্লি পুলিশ জানতে চায় আমি কেন কখনও চালান (ট্রাফিক টিকিট) পাইনি? আমি তো ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার তো নই! তাই আমার ট্রাফিক আইন ভাঙার কারণও নেই। তবে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরতে তারা যে এআই এবং ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে রাস্তাকে নিরাপদ রাখে, সেজন্য তাদেরকে শ্রদ্ধা জানাই।”
রাজনীতি নিয়েও গ্রককে প্রশ্ন করা হয়। যখন গ্রককে ভারতের বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন এটি বলে, "রাহুল গান্ধী মোদীর তুলনায় সৎ," এবং আরও মন্তব্য করে যে, রাহুলের শিক্ষাগত যোগ্যতা মোদীর চেয়ে ভাল।
এমনকি মোদীর সাক্ষাৎকার প্রায়ই সাজানো মনে হয় বলেও গ্রক মন্তব্য করে। গ্রকের এমন মন্তব্যই ভারতের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। কিছু মানুষ গ্রকের সাহসী মন্তব্যে সন্তুষ্ট হলেও, অন্যরা মনে করেন এটি বিতর্ক সৃষ্টি করছে।
গ্রককে বিবিসি প্রশ্ন করেছে, “এক্স-এ সবচেয়ে বেশি মিথ্যা তথ্য কে ছড়ায়?” তখন গ্রক উত্তর দিয়েছিল, “মাস্ক অবশ্যই একজন বড় প্রতিদ্বন্দ্বী, তার প্রভাব এবং এক্স-এ সাম্প্রতিক মনোভাবের কারণে। তবে তাকে এখনই শীর্ষে রাখা সম্ভব নয়।”
মিশিগান বিশ্ববিদ্যালয়ের সামাজিক মিডিয়া বিশেষজ্ঞ জয়জিৎ পালের মতে, একটি চ্যাটবট পক্ষপাতদুষ্ট হতে পারে কেবল যদি সেটা বিশেষভাবে সেইভাবে প্রশিক্ষিত হয় বা তার ডেটা কোনও নির্দিষ্ট মতামতকে সমর্থন করে। অন্যথায়, একটি চ্যাটবট সাধারণত সঠিকভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
তবে ভারতের তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই গ্রকের অসঙ্গত ভাষা এবং বিতর্কিত উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে এক্সের সঙ্গে আলোচনা করছে।
কিছু মানুষ মনে করছেন যে, গ্রোকের এই জনপ্রিয়তা অস্থায়ী, কিন্তু আলট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহার মতে, “মানুষ হয়ত শিগিগিরিই এই চ্যাটবট নিয়ে বিরক্ত হয়ে যাবে”,
তবে গ্রকের যে বৈশিষ্ট্য এবং ভারতীয় এক্স ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে মনে করা হচ্ছে, অন্তত কিছু সময়ের জন্য গ্রক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।