ইউক্রেইন বলছে, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। রাশিয়া সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরু করেছে।
Published : 13 May 2024, 07:56 PM
ইউক্রেইনের দ্বীতিয় বৃহত্তম শহর খারকিভের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহরে রুশ বাহিনী ঢুকে পড়ার দাবি করেছে রাশিয়া।
ইউক্রেইন বলছে, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। রাশিয়া সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরু করেছে।
সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে রাশিয়া ৯ টি গ্রাম দখলের দাবি করেছে। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহরের দ্বারপ্রান্তে রুশ সেনাদের পৌঁছে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল রোববারেই। এবার তারা শহরটিতে ঢুকে পড়ার দাবি করল।
খারকিভ থেকে ৭৪ কিলোমিটার দূরের ভোভচানস্ক শহর। সেখানে সম্প্রতি কয়েকদিনে ভারি বোমা হামলা হয়েছে। আশেপাশের এলাকার কর্মকর্তারা বলেছেন, মস্কো এখন সেখানকার বসতবাড়িতে গ্লাইড বোমা হামলা চালাচ্ছে।
রাশিয়া এই শহর দখল করে নিলে তা ইউক্রেইনের সেনাদের মনোবলের জন্য বড় ধাক্কা হবে।
রাশিয়া ইউক্রেইনের সীমান্ত শহরে হামলার মধ্য দিয়ে খারকিভ দখল করে নিতে পারে তেমন সম্ভাবনা এখনও নেই বলে মনে করা হলেও উত্তর-পূর্বাঞ্চলের সম্মুখসারির যুদ্ধে ধীর ধীরে তাদের অগ্রগতি সেখানে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ উদ্বেগই কেবল বাড়াচ্ছে।
রাশিয়ার এই অগ্রগতিতে হতাশ ইউক্রেইনীয় সেনারা বিবিসি-কে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতির কারণে রুশ সেনারা প্রথমদিকে হেঁটেই সীমান্তের ওই অঞ্চলে ঢুকে পড়তে পেরেছে।
ভোভচানস্কের এক বাসিন্দা যিনি লড়াইয়ের মুখে আপাত নিরাপত্তার জন্য খারকিভে চলে গেছেন; তিনি বলেন,- খুব কাছে মাত্র অর্ধ কিলোমিটার দূরেই লড়াই চলছিল। ট্যাংক থেকে সেখানে অনবরত গোলা হামলা চলছে বলে জানান তিনি।