প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের আর শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলের; তারা উভয়েই নারী।
Published : 02 Jun 2024, 02:42 PM
মেক্সিকোর নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্র গিয়ে হাজির হচ্ছে, এবার প্রায় নিশ্চিতভাবেই দেশটি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে।
প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা দুইজনের উভয়ের নারী। এদের একজন ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী। তারা দু’জনেই জনপ্রিয়তা জরিপে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজের চেয়ে অনেক এগিয়ে আছেন।
রোববারের এ নির্বাচনে ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করবেন। পাশাপাশি এদিনের ভোটে রাজধানী মেক্সিকো সিটির স্থানীয় সরকারও নির্বাচিত হবে।
এই নির্বাচনের প্রচারণা চলাকালে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় মেক্সিকোজুড়ে ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন, জানিয়েছে বিবিসি।
৬১ বছর বয়সী বিজ্ঞানী শিনবাউম ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র ছিলেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আর্শীবাদপুষ্ট প্রার্থী।
লোপেজ ওব্রাদর ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরের এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে ওব্রাদর আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।
কিন্তু ক্ষমতা ছাড়ার মুখে থাকলেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ওব্রাদরের পক্ষে প্রায় ৬০ শতাংশ জনসমর্থন আছে। জনপ্রিয় এই নেতা তার মোরেনা পার্টির প্রার্থী শিনবাউমের পক্ষে সর্বশক্তি নিয়োগ করেছেন।
যেসব প্রতিশ্রুতি দিয়ে লোপেজ ওব্রাদর ক্ষমতায় এসেছিলেন তার অনেকগুলোই পূরণ করতে না পারলেও তার দারিদ্র হ্রাসের প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই বর্তমান প্রেসিডেন্টর সমর্থন শিনবাউমের ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিনবাউম লোপেজ ওব্রাদরের অনেকগুলো সফল কর্মসূচী অব্যাহত রাখার পাশাপাশি নিজের প্রতিশ্রুতিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। গত ছয় বছরে লাখ লাখ মেক্সিকান কীভাবে দারিদ্র থেকে বের হয়ে এসেছেন মোরেনা পার্টি প্রচারণায় সে বিষয়টিতেই বেশি জোর দিয়েছে।
এই নির্বাচনে শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী সেনেটর ও ব্যবসায়ী শোচিত গালভেজ। ৬১ বছর বয়সী গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী যারা মোরেনা পার্টিকে ক্ষমতা থেকে হটাতে চায়।
বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর মেক্সিকোর সাংবিধানিক আদালত ও জাতীয় নির্বাচনী সংস্থার মতো বেশ কিছু প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ গালভেজের। তিনি এসব প্রতিষ্ঠানকে ফের শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওব্রাদর মেক্সিকোর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও অবজ্ঞা করেছেন বলে অভিযোগ তার।
ওব্রাদরের সরকারকে ‘কর্তৃত্বপরায়ণ’ বলে অভিযুক্ত করে তাদেরকে ‘অহংকারী ও উদ্ধত’ বলেও অভিহিত করেছেন গালভেজ। তার এসব কথাবার্তায় ভোটারদের একটি অংশ উৎসাহিত ও উৎফুল্ল হয়ে তার প্রতি সমর্থন জানাচ্ছে।
তবে যেই ক্ষমতায় আসুক তাকে ক্ষমতা গ্রহণের জন্য সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: