ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

সাঁ-জ্যঁ-দ্য-লুজ শহরের একটি হাই স্কুলে এক স্প্যানিশ শিক্ষক ক্লাস নেওয়ার সময় হামলাকারী শ্রেণীকক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2023, 01:47 PM
Updated : 22 Feb 2023, 01:47 PM

ফ্রান্সের সাঁ-জ্যঁ-দ্য-লুজ শহরের একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছুরিকাঘাতে স্প্যানিশ এক শিক্ষক নিহত হয়েছেন। 

ফ্রান্স সরকারের মুখপাত্র বুধবার এ হামলার খবর নিশ্চিত করেছেন এবং শিক্ষার্থীর বয়স ১৬ বলে জানিয়েছেন।

পুলিশ স্থানীয় কৌঁসুলির সঙ্গে ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফরাসি পত্রিকায় বলা হয়েছে, স্প্যানিশ ওই শিক্ষক ক্লাস নেওয়ার সময় হামলাকারী শ্রেণীকক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়।

শিক্ষকের বয়স ছিল ৫০ এর কোঠায়। জরুরি বিভাগের কর্মীরা স্কুলে পৌঁছার পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ফরাসি টিভি স্টেশন বিএফএম বলেছে, হামলাকারী শিক্ষার্থী শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে দিয়ে হামলা চালিয়েছে। শিক্ষকের বুকে ছুরি চালায় সে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিল। প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এক টুইটে নিহত শিক্ষকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।