সবাই ফুলে ফুলে ঢাকা মহাত্মা গান্ধীর সমাধি ঘিরে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Published : 09 Feb 2024, 06:58 PM
জি২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের শুরুতেই বিশ্বনেতারা দিল্লির রাজঘাটে সমবেত হয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
জোটের শীর্ষ নেতারা গান্ধী মেমোরিয়ালে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের স্বাগত জানান। এ সময় সবার গলায় ঝোলানো ছিল গেরুয়া উত্তরীয়। পরে সবাই ফুলে ফুলে ঢাকা মহাত্মা গান্ধীর সমাধি ঘিরে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সেখান থেকে তাদের সম্মেলন স্থল ‘ভারত মণ্ডপম’ এ যাওয়ার কথা রয়েছে বৃক্ষরোপণের জন্য। তারপর সম্মেলনের তৃতীয় ও চূড়ান্ত অধিবেশন শুরু হবে।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)