চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঝড় এই টাইফুন ইয়াগি।
Published : 07 Sep 2024, 06:05 PM
অতি শক্তিশালী টাইফুন ইয়াগি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানে তাণ্ডব চালানোর পর ভিয়েতমানের উত্তরাঞ্চলে গিয়ে হাজির হয়েছে। ঝড়টির কারণে হাইনানে দুইজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঝড় এই টাইফুন ইয়াগি।
ইয়াগির উৎপত্তি গত সপ্তাহের মাঝামাঝি ফিলিপিন্সি দ্বীপপুঞ্জের পূর্ব দিকের প্রশান্ত মহাসাগরে। এরইমধ্যে ঝড়টির কারণে ফিলিপিন্সে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে টাইফুনটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় দ্বীপ জেলাগুলোতে আঘাত হানে। এ সময় এর কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। একদিন আগে হাইনানের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ইয়াগির বাতাসের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ২৩৪ কিলোমিটার।
টাইফুনটির বাতাসের ভিয়েতনামের উপকূলীয় শিল্প শহর হাইফং ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ২০ লাখ বাসিন্দার শহরটির কয়েটি অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, প্রবল ঝড়ো বাতাসে ভবনগুলোর কাচের জানালা ও গাছের বহু ডাল ভেঙে পড়েছে। কর্তৃপক্ষ শহটির বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানোর পর রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে।
এর আগের দিন হাইনানে টাইফুনটির তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে, প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো ডুবে যায় এবং এক কোটিরও বেশি জনসংখ্যার দ্বীপটির আট লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ভিয়েতনামের সরকার জানিয়েছে, উপকূলীয় শহরগুলো থেকে তারা প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে সেখানে সামরিক বাহিনীর সাড়ে চার লাখ সেনা মোতায়েন করেছে।
ইয়াগির কারণে হ্যানয়ের নোই বাই বিমানবন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে। এ সময় দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ত এ বিমানবন্দরে ৩০০টিরও বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়।
রাজধানী হ্যানয়সহ উত্তরাঞ্চলীয় ১২টি প্রদেশের হাই স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরগুলো উষ্ণ হয়ে ওঠায় টাইফুনগুলো ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে।
গত সপ্তাহেই জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলে টাইফুন শানশান আঘাত হানে। এটি কয়েক দশকের মধ্যেই জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।
ইয়াগি একটি জাপানি শব্দ, এর আর্থ ছাগল ও মকর নক্ষত্রমণ্ডল।