তোষাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জেলের রায়ের বিরুদ্ধে আপিল করার আগে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় আইনজীবীকে।
Published : 07 Aug 2023, 09:49 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি ছোট্ট, নোংরা কারাকক্ষে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার এক আইনজীবী।
তোষাখানা দুর্নীতির মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার আগে সোমবার তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় আইনজীবীকে।
ইমরানের সঙ্গে সাক্ষাতের পরই তাকে কী অবস্থায় রাখা হয়েছে তা জাানিয়ে ওই কথা বলেন আইনজীবী নাঈম পানজুথা।
আপিলের কাগজপত্র প্রস্তুত করতে ২ ঘণ্টারও কম সময় জেলে ইমরানের কাছে ছিলেন নাঈম। পরে সেখানকার অবস্থা জানিয়ে তিনি বলেন, “আমি ইমরান খানের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে বললেন যে, তাকে সি-ক্লাসে রাখা হয়েছে।
“এটি একটি ছোট্ট কক্ষ। সেখানে খোলা একটি ওয়াশরুম আছে। যেখানে আছে দিনে মাছি আর রাতে পোকার উপদ্রব,” ইমরানের বরাত দিয়ে বলেন নাঈম।
এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেছিলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভাল পরিবেশে রাখার জন্যও আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।
রাজনৈতিক বন্দিদের একটি ভাল বি-ক্লাস সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। যেখানে টিভি, পত্রিকা এবং বইও থাকবে। অথচ ইমরানকে সি ক্লাস কক্ষে রাখা হয়েছে।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচা সংক্রান্ত তোষাখানা দুর্নীতি মামলায় জেল হওয়ার পর গত শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়।
ইমরানই পাকিস্তানের প্রথম সাবেক কোনও প্রধানমন্ত্রী, যাকে এই ‘কুখ্যাত’ কারাগারে রাখা হয়েছে। বসবাসের বাজে পরিবেশ এবং বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিদেরকে এখানে বন্দি করে রাখার কারণেই এই ‘অ্যাটক’ কারাগারের কুখ্যাতি রয়েছে।
ইমরানকে মানবেতর অবস্থায় রাখার ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য জানার চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।